ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ অধিকারকর্মী কারা-মুরজাকে মস্কো থেকে সাইবেরিয়ার সবচেয়ে নিরাপদ কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে ওমস্ক পেনাল কলোনির আইসোলেশন সেলে বা নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বাসঘাতকতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গত এপ্রিলে ভ্লাদিমির কারা-মুরজাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে পুতিনের কোনো প্রতিপক্ষকেই এত দীর্ঘ সাজা দেওয়া হয়নি।
অ্যারিজোনার হাউস অব রিপ্রেজেনটেটিভসের ইউক্রেনে রুশ আগ্রাসন চালানোর সমালোচনা করে বক্তব্য দেন ভ্লাদিমির কারা-মুরজা। এরপরই তাঁর বিরুদ্ধে আনা হয় বিশ্বাসঘাতকতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ।
কয়েক সপ্তাহ ধরে কোনো খবরই পাওয়া যাচ্ছিল না ৪২ বছর বয়সী এই অ্যাকটিভিস্টের। ফেসবুক পোস্টে কারা-মুরজার আইনজীবী ভাদিম প্রখরভ বলেন, গত সপ্তাহে মস্কোর আটক কেন্দ্র থেকে ওমস্কের আইকে-৬ পেনাল কলোনিতে নিয়ে যাওয়া হয় কারা-মুরজাকে। তাঁকে সরাসরি আইসোলেশন সেলে নেওয়া হয়েছে বলে জানান প্রখরভ।
আইসোলেশন সেলের পরিবেশ কারা-মুরজার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে বলে সতর্ক করেছেন তাঁর আইনজীবী। তিনি ক্রেমলিনের বিরুদ্ধে কারা-মুরজার ওপর একাধিকবার বিষ প্রয়োগের অভিযোগ তোলেন। বারবার বিষ প্রয়োগের ফলে কারা-মুরজা পলি নিউরোপ্যাথি নামক স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার ও আইনজীবী।
দীর্ঘদিন ধরে রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোতে প্রচারণা চালিয়ে আসছিলেন ভ্লাদিমির কারা-মুরজা। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং পুতিনের পক্ষে থাকা লোকদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
মস্কো থেকে প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওমস্ক। রুশ বিচারে সাজাপ্রাপ্তদের অনেক ক্ষেত্রেই রেলপথে এক জেল থেকে আরেক জেলে সরিয়ে নিতে কয়েক সপ্তাহ লেগে যায়। এসব রেলপথের হদিস প্রায় সময়ই থেকে যায় অজানা।
ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ অধিকারকর্মী কারা-মুরজাকে মস্কো থেকে সাইবেরিয়ার সবচেয়ে নিরাপদ কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে ওমস্ক পেনাল কলোনির আইসোলেশন সেলে বা নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বাসঘাতকতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গত এপ্রিলে ভ্লাদিমির কারা-মুরজাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে পুতিনের কোনো প্রতিপক্ষকেই এত দীর্ঘ সাজা দেওয়া হয়নি।
অ্যারিজোনার হাউস অব রিপ্রেজেনটেটিভসের ইউক্রেনে রুশ আগ্রাসন চালানোর সমালোচনা করে বক্তব্য দেন ভ্লাদিমির কারা-মুরজা। এরপরই তাঁর বিরুদ্ধে আনা হয় বিশ্বাসঘাতকতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ।
কয়েক সপ্তাহ ধরে কোনো খবরই পাওয়া যাচ্ছিল না ৪২ বছর বয়সী এই অ্যাকটিভিস্টের। ফেসবুক পোস্টে কারা-মুরজার আইনজীবী ভাদিম প্রখরভ বলেন, গত সপ্তাহে মস্কোর আটক কেন্দ্র থেকে ওমস্কের আইকে-৬ পেনাল কলোনিতে নিয়ে যাওয়া হয় কারা-মুরজাকে। তাঁকে সরাসরি আইসোলেশন সেলে নেওয়া হয়েছে বলে জানান প্রখরভ।
আইসোলেশন সেলের পরিবেশ কারা-মুরজার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে বলে সতর্ক করেছেন তাঁর আইনজীবী। তিনি ক্রেমলিনের বিরুদ্ধে কারা-মুরজার ওপর একাধিকবার বিষ প্রয়োগের অভিযোগ তোলেন। বারবার বিষ প্রয়োগের ফলে কারা-মুরজা পলি নিউরোপ্যাথি নামক স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার ও আইনজীবী।
দীর্ঘদিন ধরে রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোতে প্রচারণা চালিয়ে আসছিলেন ভ্লাদিমির কারা-মুরজা। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং পুতিনের পক্ষে থাকা লোকদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
মস্কো থেকে প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওমস্ক। রুশ বিচারে সাজাপ্রাপ্তদের অনেক ক্ষেত্রেই রেলপথে এক জেল থেকে আরেক জেলে সরিয়ে নিতে কয়েক সপ্তাহ লেগে যায়। এসব রেলপথের হদিস প্রায় সময়ই থেকে যায় অজানা।
৫২ বছর বয়সী আবু মনসুর আলী আহমেদ এই লটারিতে জিতেছেন। ফুজাইরাহতে গাড়ির ওয়ার্কশপ রয়েছে তাঁর। ১৯৯২ সাল থেকে দুবাইয়ে যান তিনি। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে প্রথম বিগ টিকিট সম্পর্কে জানেন। তখন থেকেই প্রতি মাসে ২০ বন্ধুর এক দলের সঙ্গে বিগ টিকিট কিনে আসছিলেন তিনি।
১ ঘণ্টা আগেহামাস–ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। আলোচনার সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাবার কোলে হাসছে ছোট্ট মোহাম্মদ। প্রায় ১৬ মাস আগে, ইসরায়েলি বোমা হামলায় নিহত মায়ের নিথর দেহের পাশে বসে কাঁদছিল ১৩ মাস বয়সী এই শিশু। আশ্রয় নেওয়া স্কুলের ধ্বংসস্তূপের মধ্যে সেদিন আরও কত মানুষ যে প্রাণ হারিয়েছিল, আহত হয়েছিল তার ইয়ত্তা নেই। সেই ভয়াবহ দিনের বিশৃঙ্খলার মধ্যে, মানুষ দিগ্বিদিক পালাচ্ছিল,
১ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
১২ ঘণ্টা আগে