ব্যালট হাতে নেওয়ার আগ মুহূর্তে কেন্দ্রেই মারা গেলেন বৃদ্ধা
যশোরের কেশবপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান জয়রুপ বিবি (৭০)। কেন্দ্রে পোলিং এজেন্টের কাছে ভোটার নম্বর নিয়েছেন, আঙুলে নির্বাচনের কালীর দাগও দিয়েছেন। বাকি শুধু পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। সেই সুযোগ পেলেন না ওই বৃদ্ধা। ব্যালট নেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন আর সেখানেই মৃত্যু হয় তাঁর।