Ajker Patrika

বোয়লখালীর সাত ইউপিতে সংঘর্ষের মধ্যে চলছে ভোটগ্রহণ, গণমাধ্যমকর্মী আহত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৩৩
বোয়লখালীর সাত ইউপিতে সংঘর্ষের মধ্যে চলছে ভোটগ্রহণ, গণমাধ্যমকর্মী আহত

চট্টগ্রামের বোয়লখালীর সাত ইউপিতে পঞ্চম ধাপের নির্বাচনে সংঘাত-সংঘর্ষের মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে আহলা করডেঙ্গা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের আহলা আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ভোট নেওয়ার সময় দুজনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক। ওই ইউপিতে দফা দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, আজ সকাল ৮টা থেকে সাত ইউপির ৬৪টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিকে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে লুদি শিকদারপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত চেয়ারম্যান পদপ্রার্থী মোহরম আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহলা করলেডঙ্গা ইউপিতে গণমাধ্যমকর্মীর গাড়ি ভাঙচুর করা হয়েছেউপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাহেদ বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুন রিপন (৩২) ও জনি নামে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করায় শিক্ষক আমীর হোসেন ও মোস্তাকিম চৌধুরী নামে দুজনকে আটক করা হয়েছে। ওই কেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। একই সঙ্গে আটটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের কর্মী সাইফুল আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত