Ajker Patrika

দৌলতপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষে ১ নারী নিহত

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দৌলতপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষে ১ নারী নিহত

মানিকগঞ্জের দৌলতপুরে ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সমেলা খাতুন (৫১) নামে একজন নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার ২ নম্বর বাচামারা ইউনিয়নের বাচামারা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে নিহত সমেলা ওই গ্রামের মাহাতাবের স্ত্রী। 

স্থানীয়রা জানান, ওই নারী হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন  করা হয়েছে। 

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, বাচামারা ইউনিয়নের ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই নারী সংঘর্ষের মাঝে পড়ে নিহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত