Ajker Patrika

প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার থাকায় চালকের জেল, প্রার্থীর জরিমানা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার থাকায় চালকের জেল, প্রার্থীর জরিমানা

কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদণ্ড ও প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে। 

এ সময় গাড়ি চালক মোহাম্মদ আলী (৩০) নামের এক গাড়ি চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. সাবিনা ইয়াসমিন। 

গাড়ি চালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাশতলি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নৌকা প্রতীক প্রার্থী আবুল হাসেম গাড়িতে পুলিশের ডিবি পরিচয়ের স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত ৪০০ গজের মধ্যে প্রবেশ করায় ভ্রাম্যমাণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম তাঁকে আটক করেন। পরে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত