সালাহর রেকর্ডের রাতে লিভারপুলের গোলবন্যা
হার শব্দটি যেন লিভারপুলের অভিধান থেকেই হারিয়ে গেছে। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, ইউরোপা লিগ—কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের হারাতে পারছে না কোনো দল। একই সঙ্গে গোলের বন্যা তো বইয়ে দিচ্ছেই লিভারপুল। অলরেডদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহ।