ক্রীড়া ডেস্ক
২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ শেষের দিকে। পয়েন্ট টেবিল যে অবস্থায় এখন দাঁড়িয়েছে, তাতে চেলসির জন্য সেরা চারে জায়গা করে নেওয়া একরকম অসম্ভব বলাই চলে। এমন পরিস্থিতিতে এসে ধারাবাহিকভাবে জিততে তো পারছেই না চেলসি, ব্লুজরা হারছে বড় ব্যবধানে।
সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে চেলসি নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই হেরেছে। চলতি সপ্তাহের শনিবার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে এফএ কাপের সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বাজে চেলসির। এফএ কাপের পর গত রাতে চেলসি প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় আর্সেনালের। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৫-০ গোলে হেরেছে চেলসি। সবশেষ ৩৮ বছরের হিোবে কোনো লন্ডন ডার্বিতে চেলসির এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। ১৯৮৬ সালের মার্চে কুইনস পার্ক রেঞ্জার্সের কাছে ৬-০ গোলে হেরেছিল চেলসি।
আর্সেনালের কাছে গত রাতে বিধ্বস্ত হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন চেলসি কোচ মরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে চেলসি কোচ বলেন, ‘আমরা এভাবেই অধারাবাহিক পারফরম্যান্স করে আসছি। দারুণ পারফরম্যান্স করেছিলাম আমরা (ম্যান সিটির বিপক্ষে) ও তারপর আজ এমনটা হলো। যখন আমাদের খারাপ দিন আসে, তখন আরও বাজে খেলি।’
প্রিমিয়ার লিগে চেলসির সবশেষ ম্যাচে ৪ গোল করেছিলেন কোল পালমার। ২০ গোল করে এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। এফএ কাপের সেমিতে অবশ্য চেলসিই গোল করতে পারেনি। গোলমেশিন পারমার গত রাতে আর্সেনালের বিপক্ষে খেলতে পারেননি অসুস্থতার কারণে। চেলসির এমন অধারাবাহিক পারফরম্যানসের প্রসঙ্গে পচেত্তিনো বলেন, ‘ওয়েম্বলিতে দারুণ পারফরম্যানস করেছিলাম আমরা, তারপর আজ (গতকাল আর্সেনালের কাছে হারা)। আর্সেনালে এসে আপনি হারতে পারেন। তবে যেভাবে আমরা খেলেছি, তাতে এক দিন, তিন দিন আগে যা খেলেছি, সেখানে আজ কেন এমন হলো?’
চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে ৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর জোড়া গোল করেন বেন হোয়াইট ও কাই হ্যাভার্টজ। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আর্সেনাল। ৩৪ ম্যাচে ২৪ জয়, ৫ ড্র ও ৫ পরাজয়ে আর্সেনালের পয়েন্ট ৭৭। ৭৪, ৭৩ ও ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে রয়েছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা খেলেছে ৩৪ ম্যাচ। ৩২ ও ৩৩ ম্যাচ খেলেছে ম্যান সিটি ও লিভারপুল।
২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ শেষের দিকে। পয়েন্ট টেবিল যে অবস্থায় এখন দাঁড়িয়েছে, তাতে চেলসির জন্য সেরা চারে জায়গা করে নেওয়া একরকম অসম্ভব বলাই চলে। এমন পরিস্থিতিতে এসে ধারাবাহিকভাবে জিততে তো পারছেই না চেলসি, ব্লুজরা হারছে বড় ব্যবধানে।
সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে চেলসি নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই হেরেছে। চলতি সপ্তাহের শনিবার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে এফএ কাপের সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বাজে চেলসির। এফএ কাপের পর গত রাতে চেলসি প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় আর্সেনালের। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৫-০ গোলে হেরেছে চেলসি। সবশেষ ৩৮ বছরের হিোবে কোনো লন্ডন ডার্বিতে চেলসির এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। ১৯৮৬ সালের মার্চে কুইনস পার্ক রেঞ্জার্সের কাছে ৬-০ গোলে হেরেছিল চেলসি।
আর্সেনালের কাছে গত রাতে বিধ্বস্ত হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন চেলসি কোচ মরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে চেলসি কোচ বলেন, ‘আমরা এভাবেই অধারাবাহিক পারফরম্যান্স করে আসছি। দারুণ পারফরম্যান্স করেছিলাম আমরা (ম্যান সিটির বিপক্ষে) ও তারপর আজ এমনটা হলো। যখন আমাদের খারাপ দিন আসে, তখন আরও বাজে খেলি।’
প্রিমিয়ার লিগে চেলসির সবশেষ ম্যাচে ৪ গোল করেছিলেন কোল পালমার। ২০ গোল করে এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। এফএ কাপের সেমিতে অবশ্য চেলসিই গোল করতে পারেনি। গোলমেশিন পারমার গত রাতে আর্সেনালের বিপক্ষে খেলতে পারেননি অসুস্থতার কারণে। চেলসির এমন অধারাবাহিক পারফরম্যানসের প্রসঙ্গে পচেত্তিনো বলেন, ‘ওয়েম্বলিতে দারুণ পারফরম্যানস করেছিলাম আমরা, তারপর আজ (গতকাল আর্সেনালের কাছে হারা)। আর্সেনালে এসে আপনি হারতে পারেন। তবে যেভাবে আমরা খেলেছি, তাতে এক দিন, তিন দিন আগে যা খেলেছি, সেখানে আজ কেন এমন হলো?’
চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে ৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর জোড়া গোল করেন বেন হোয়াইট ও কাই হ্যাভার্টজ। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আর্সেনাল। ৩৪ ম্যাচে ২৪ জয়, ৫ ড্র ও ৫ পরাজয়ে আর্সেনালের পয়েন্ট ৭৭। ৭৪, ৭৩ ও ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে রয়েছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা খেলেছে ৩৪ ম্যাচ। ৩২ ও ৩৩ ম্যাচ খেলেছে ম্যান সিটি ও লিভারপুল।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে