Ajker Patrika

সালাহর রেকর্ডের রাতে লিভারপুলের গোলবন্যা 

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১১: ৪৩
সালাহর রেকর্ডের রাতে লিভারপুলের গোলবন্যা 

হার শব্দটি যেন লিভারপুলের অভিধান থেকেই হারিয়ে গেছে। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, ইউরোপা লিগ—কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের হারাতে পারছে না কোনো দল। একই সঙ্গে গোলের বন্যা তো বইয়ে দিচ্ছেই লিভারপুল। অলরেডদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহ। 

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল বলতে গেলে আগে থেকেই এক পা দিয়ে রাখে লিভারপুল। ৭ মার্চ এপেত অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫-১ গোলে হারায় লিভারপুল। এক সপ্তাহ পর অ্যানফিল্ডে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় স্পার্তা প্রাহা ও লিভারপুল। সালাহর অতিমানবীয় পারফরম্যান্সে লিভারপুল ৬-১ গোলের জয় পেয়েছে স্পার্তা প্রাহার বিপক্ষে। অলরেডদের ৬ গোলের ৪টিতেই অবদান রেখেছেন সালাহ। গোল করেন ১টি ও ৩ গোলে অ্যাসিস্ট করেন, যার মধ্যে ১০ মিনিটের গোলে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ৩১ ম্যাচে করেন ২০ গোল। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত মৌসুমে ২০ বা তার বেশি গোলের কৃতিত্ব এখন সালাহর। 

লিভারপুলের ৬ গোলের মধ্যে সর্বোচ্চ দুই গোল করেন কোডি গাকপো। ১৪ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন গাকপো। সালাহর মতো একটি করে গোল করেন ডারউইন নুনিয়েজ, ববি ক্লার্ক ও ডোমিনিক সোবোজলাই। যার মধ্যে ৭, ৮ ও ১০ মিনিটে গোল তিনটি করেন নুনিয়েজ, ক্লার্ক ও সোবোজলাই। এমন রেকর্ডের রাতে স্পার্তা প্রাহার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের ব্যবধানে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল। স্পার্তা প্রাহার বিপক্ষে দুর্দান্ত জয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। এই ৯ ম্যাচে অলরেডরা করেছে ২৮ গোল। বিপরীতে তারা হজম করে ৬ গোল। 

লিভারপুলের ৬ গোলের ৪টিতেই অবদান রেখেছেন মোহাম্মদ সালাহ। সালাহ নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। ছবি: এএফপিলিভারপুলের গোলবন্যার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লেভারকুসেন, আতালান্তার মতো দলগুলো। বে অ্যারেনা স্টেডিয়ামে কারাবাগ এফকের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। দুই লেগ মিলে লেভারকুসেন এগিয়ে ৫-৪ গোলে। গিউইস স্টেডিয়ামে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে। স্পোর্টিং সিপির বিপক্ষে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে গেছে আতালান্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত