হার শব্দটি যেন লিভারপুলের অভিধান থেকেই হারিয়ে গেছে। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, ইউরোপা লিগ—কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের হারাতে পারছে না কোনো দল। একই সঙ্গে গোলের বন্যা তো বইয়ে দিচ্ছেই লিভারপুল। অলরেডদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহ।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল বলতে গেলে আগে থেকেই এক পা দিয়ে রাখে লিভারপুল। ৭ মার্চ এপেত অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫-১ গোলে হারায় লিভারপুল। এক সপ্তাহ পর অ্যানফিল্ডে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় স্পার্তা প্রাহা ও লিভারপুল। সালাহর অতিমানবীয় পারফরম্যান্সে লিভারপুল ৬-১ গোলের জয় পেয়েছে স্পার্তা প্রাহার বিপক্ষে। অলরেডদের ৬ গোলের ৪টিতেই অবদান রেখেছেন সালাহ। গোল করেন ১টি ও ৩ গোলে অ্যাসিস্ট করেন, যার মধ্যে ১০ মিনিটের গোলে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ৩১ ম্যাচে করেন ২০ গোল। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত মৌসুমে ২০ বা তার বেশি গোলের কৃতিত্ব এখন সালাহর।
লিভারপুলের ৬ গোলের মধ্যে সর্বোচ্চ দুই গোল করেন কোডি গাকপো। ১৪ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন গাকপো। সালাহর মতো একটি করে গোল করেন ডারউইন নুনিয়েজ, ববি ক্লার্ক ও ডোমিনিক সোবোজলাই। যার মধ্যে ৭, ৮ ও ১০ মিনিটে গোল তিনটি করেন নুনিয়েজ, ক্লার্ক ও সোবোজলাই। এমন রেকর্ডের রাতে স্পার্তা প্রাহার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের ব্যবধানে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল। স্পার্তা প্রাহার বিপক্ষে দুর্দান্ত জয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। এই ৯ ম্যাচে অলরেডরা করেছে ২৮ গোল। বিপরীতে তারা হজম করে ৬ গোল।
লিভারপুলের গোলবন্যার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লেভারকুসেন, আতালান্তার মতো দলগুলো। বে অ্যারেনা স্টেডিয়ামে কারাবাগ এফকের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। দুই লেগ মিলে লেভারকুসেন এগিয়ে ৫-৪ গোলে। গিউইস স্টেডিয়ামে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে। স্পোর্টিং সিপির বিপক্ষে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে গেছে আতালান্তা।
হার শব্দটি যেন লিভারপুলের অভিধান থেকেই হারিয়ে গেছে। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, ইউরোপা লিগ—কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের হারাতে পারছে না কোনো দল। একই সঙ্গে গোলের বন্যা তো বইয়ে দিচ্ছেই লিভারপুল। অলরেডদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহ।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল বলতে গেলে আগে থেকেই এক পা দিয়ে রাখে লিভারপুল। ৭ মার্চ এপেত অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫-১ গোলে হারায় লিভারপুল। এক সপ্তাহ পর অ্যানফিল্ডে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় স্পার্তা প্রাহা ও লিভারপুল। সালাহর অতিমানবীয় পারফরম্যান্সে লিভারপুল ৬-১ গোলের জয় পেয়েছে স্পার্তা প্রাহার বিপক্ষে। অলরেডদের ৬ গোলের ৪টিতেই অবদান রেখেছেন সালাহ। গোল করেন ১টি ও ৩ গোলে অ্যাসিস্ট করেন, যার মধ্যে ১০ মিনিটের গোলে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ৩১ ম্যাচে করেন ২০ গোল। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত মৌসুমে ২০ বা তার বেশি গোলের কৃতিত্ব এখন সালাহর।
লিভারপুলের ৬ গোলের মধ্যে সর্বোচ্চ দুই গোল করেন কোডি গাকপো। ১৪ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন গাকপো। সালাহর মতো একটি করে গোল করেন ডারউইন নুনিয়েজ, ববি ক্লার্ক ও ডোমিনিক সোবোজলাই। যার মধ্যে ৭, ৮ ও ১০ মিনিটে গোল তিনটি করেন নুনিয়েজ, ক্লার্ক ও সোবোজলাই। এমন রেকর্ডের রাতে স্পার্তা প্রাহার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের ব্যবধানে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল। স্পার্তা প্রাহার বিপক্ষে দুর্দান্ত জয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। এই ৯ ম্যাচে অলরেডরা করেছে ২৮ গোল। বিপরীতে তারা হজম করে ৬ গোল।
লিভারপুলের গোলবন্যার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লেভারকুসেন, আতালান্তার মতো দলগুলো। বে অ্যারেনা স্টেডিয়ামে কারাবাগ এফকের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। দুই লেগ মিলে লেভারকুসেন এগিয়ে ৫-৪ গোলে। গিউইস স্টেডিয়ামে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে। স্পোর্টিং সিপির বিপক্ষে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে গেছে আতালান্তা।
২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৩ ঘণ্টা আগেলর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত এই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ ঘণ্টা আগে