ডয়চে ভেলে
ব্রাজিলের প্রতিভাধর ফুটবলাররা বিদেশে চলে যাচ্ছেন। আর ব্রাজিলে ফুটবল আকর্ষণ হারাচ্ছে। প্যারিসে ২০২৪-এর অলিম্পিকে ব্রাজিলের ফুটবল দলকে দেখা যাবে না। কারণ, পুরুষদের জাতীয় ফুটবল দল অলিম্পিকে যাওয়ার জন্য কোয়ালিফাই করতে পারেনি। লাতিন আমেরিকার কোয়ালিফাইং গ্রুপের তালিকায় তাদের স্থান ছিল ৬ নম্বরে। যে দেশ পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতেছে, তাদের এই শোচনীয় অবস্থার কথা ভাবলে কষ্ট হতেই পারে।
গত শনিবার ডরিভাল জুনিয়র কোচের দায়িত্ব নিয়েছেন। দুই বছরের মধ্যে তিনি হলেন পঞ্চম কোচ। তাঁর প্রশিক্ষণে ইংল্যান্ডে ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়ে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল।
ব্রাজিলের সাবেক স্ট্রাইকার গ্রাফিটের নেতৃত্বে উলফসবার্গ ২০০৯ সালে তাদের একমাত্র বুন্দেসলিগা খেতাব জিতেছিল।
তিনি ডিডব্লিউকে বলেছেন, ‘ব্রাজিলের সেই অপূর্ব খেলা, যার জন্য পেলের মতো খেলোয়াড়েরা মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তা এখন আর চেনা যায় না। ফুটবলে ব্রাজিলিয়ান ঘরানা আজ আর নেই।’
গ্রাফিট চাইছেন ও চেষ্টা করছেন, ব্রাজিলে সেই ফুটবল যাতে আবার ফিরে আসে।
বিদেশে যাচ্ছেন বছরে কয়েক শ ফুটবলার
এমন নয় যে গ্রাফিটই প্রথম বিশেষজ্ঞ, যিনি এ কথা বললেন। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। তারপর বিখ্যাত ফুটবলার ও কোচ জাগালো বলেছিলেন, ব্রাজিলের সব ফুটবল প্রতিভা বিদেশে চলে যাচ্ছে। ঘরের মাঠে খেলতে আগ্রহী নয়। ফলে ফুটবলে ব্রাজিলের আইডেনটিটি বা পরিচয় আর বজায় থাকছে না।
প্রায় ২০ বছর হলো ইউরোপে নিয়ম বদলেছে। ফলে বাইরের দেশের ফুটবলারদের সেখানে খেলা অনেক সহজ হয়েছে। এর ফলে ঝাঁকে ঝাঁকে প্লেয়ার সেখানে যাচ্ছেন। প্রতিবছর ব্রাজিল থেকে কয়েক শ ফুটবলার সেখানে খেলতে যান। ঐতিহাসিক ডেভিড গোমস ডিডব্লিউকে বলেছেন, ‘এর ফলে ব্রাজিলের ফুটবল তার পরিচয় হারিয়েছে।’
গোমস বহু বছর ধরে ব্রাজিলের ফুটবল ইতিহাসের উপর গবেষণা করছেন। তিনি বলেছেন, ‘যে প্রতিভাবান ফুটবলাররা নিজের দেশে থেকে তাদের প্রতিভা বিকশিত করতে পারতেন, দেশের ফুটবলকে তুলে ধরতে পারতেন, তারা অকালে চলে যাচ্ছেন ইউরোপে। তাদের প্রতিভার পূর্ণ বিকাশ হচ্ছে না।’ তিনি বলেছেন, ‘ব্রাজিলের ফুটবলের বিশেষত্ব ছিল, অসাধারণ ড্রিবলিং, যা দেখে দর্শক আসন থেকে উঠে দাঁড়িয়ে পড়ত।’
২০১৮ সালে ভিনিসিয়াস জুনিয়রের মতো অত্যন্ত প্রতিভাবান ফুটবলার চলে যান। গত বছর গরমে এন্ডরিক চলে যান রিয়াল মাদ্রিদে।
খেলার মান পড়ছে
তবে ঘটনা হলো, ব্রাজিলের ফুটবল লিগ শুধু যে এই তারকা ফুটবলারদের হারাচ্ছে তা নয়, খেলার মান সমানে পড়ছে। অনেক ফুটবলার চলে যাচ্ছেন। তাঁদের হয়তো কেউ তেমনভাবে নজর করে না। এভাবেই ফুটবল প্রতিভাদের নিয়ে যাচ্ছে ইউরোপের ক্লাবগুলো।
গ্রাফিট বলেছেন, ব্রাজিলের ফুটবলাররা ইউরোপীয় ঘরানার ফুটবলের সঙ্গে খুব সহজে মানিয়ে নেন। আর হারিয়ে যায় ব্রাজিলের ঘরানা।
এবার ব্রাজিলের জাতীয় দলের হয়ে যখন ফুটবলাররা খেলতে আসেন, তখন ব্রাজিলের ঘরানার সঙ্গে ইউরোপের ঘরানার সংঘাত শুরু হয়।
২০২২ সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বিদায় নিয়েছিল।
ব্রাজিলের প্রতিভাধর ফুটবলাররা বিদেশে চলে যাচ্ছেন। আর ব্রাজিলে ফুটবল আকর্ষণ হারাচ্ছে। প্যারিসে ২০২৪-এর অলিম্পিকে ব্রাজিলের ফুটবল দলকে দেখা যাবে না। কারণ, পুরুষদের জাতীয় ফুটবল দল অলিম্পিকে যাওয়ার জন্য কোয়ালিফাই করতে পারেনি। লাতিন আমেরিকার কোয়ালিফাইং গ্রুপের তালিকায় তাদের স্থান ছিল ৬ নম্বরে। যে দেশ পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতেছে, তাদের এই শোচনীয় অবস্থার কথা ভাবলে কষ্ট হতেই পারে।
গত শনিবার ডরিভাল জুনিয়র কোচের দায়িত্ব নিয়েছেন। দুই বছরের মধ্যে তিনি হলেন পঞ্চম কোচ। তাঁর প্রশিক্ষণে ইংল্যান্ডে ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়ে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল।
ব্রাজিলের সাবেক স্ট্রাইকার গ্রাফিটের নেতৃত্বে উলফসবার্গ ২০০৯ সালে তাদের একমাত্র বুন্দেসলিগা খেতাব জিতেছিল।
তিনি ডিডব্লিউকে বলেছেন, ‘ব্রাজিলের সেই অপূর্ব খেলা, যার জন্য পেলের মতো খেলোয়াড়েরা মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তা এখন আর চেনা যায় না। ফুটবলে ব্রাজিলিয়ান ঘরানা আজ আর নেই।’
গ্রাফিট চাইছেন ও চেষ্টা করছেন, ব্রাজিলে সেই ফুটবল যাতে আবার ফিরে আসে।
বিদেশে যাচ্ছেন বছরে কয়েক শ ফুটবলার
এমন নয় যে গ্রাফিটই প্রথম বিশেষজ্ঞ, যিনি এ কথা বললেন। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। তারপর বিখ্যাত ফুটবলার ও কোচ জাগালো বলেছিলেন, ব্রাজিলের সব ফুটবল প্রতিভা বিদেশে চলে যাচ্ছে। ঘরের মাঠে খেলতে আগ্রহী নয়। ফলে ফুটবলে ব্রাজিলের আইডেনটিটি বা পরিচয় আর বজায় থাকছে না।
প্রায় ২০ বছর হলো ইউরোপে নিয়ম বদলেছে। ফলে বাইরের দেশের ফুটবলারদের সেখানে খেলা অনেক সহজ হয়েছে। এর ফলে ঝাঁকে ঝাঁকে প্লেয়ার সেখানে যাচ্ছেন। প্রতিবছর ব্রাজিল থেকে কয়েক শ ফুটবলার সেখানে খেলতে যান। ঐতিহাসিক ডেভিড গোমস ডিডব্লিউকে বলেছেন, ‘এর ফলে ব্রাজিলের ফুটবল তার পরিচয় হারিয়েছে।’
গোমস বহু বছর ধরে ব্রাজিলের ফুটবল ইতিহাসের উপর গবেষণা করছেন। তিনি বলেছেন, ‘যে প্রতিভাবান ফুটবলাররা নিজের দেশে থেকে তাদের প্রতিভা বিকশিত করতে পারতেন, দেশের ফুটবলকে তুলে ধরতে পারতেন, তারা অকালে চলে যাচ্ছেন ইউরোপে। তাদের প্রতিভার পূর্ণ বিকাশ হচ্ছে না।’ তিনি বলেছেন, ‘ব্রাজিলের ফুটবলের বিশেষত্ব ছিল, অসাধারণ ড্রিবলিং, যা দেখে দর্শক আসন থেকে উঠে দাঁড়িয়ে পড়ত।’
২০১৮ সালে ভিনিসিয়াস জুনিয়রের মতো অত্যন্ত প্রতিভাবান ফুটবলার চলে যান। গত বছর গরমে এন্ডরিক চলে যান রিয়াল মাদ্রিদে।
খেলার মান পড়ছে
তবে ঘটনা হলো, ব্রাজিলের ফুটবল লিগ শুধু যে এই তারকা ফুটবলারদের হারাচ্ছে তা নয়, খেলার মান সমানে পড়ছে। অনেক ফুটবলার চলে যাচ্ছেন। তাঁদের হয়তো কেউ তেমনভাবে নজর করে না। এভাবেই ফুটবল প্রতিভাদের নিয়ে যাচ্ছে ইউরোপের ক্লাবগুলো।
গ্রাফিট বলেছেন, ব্রাজিলের ফুটবলাররা ইউরোপীয় ঘরানার ফুটবলের সঙ্গে খুব সহজে মানিয়ে নেন। আর হারিয়ে যায় ব্রাজিলের ঘরানা।
এবার ব্রাজিলের জাতীয় দলের হয়ে যখন ফুটবলাররা খেলতে আসেন, তখন ব্রাজিলের ঘরানার সঙ্গে ইউরোপের ঘরানার সংঘাত শুরু হয়।
২০২২ সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বিদায় নিয়েছিল।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে