Ajker Patrika

বেকেনবাওয়ারকে স্মরণের রাতে কেইনের রেকর্ড 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২: ০১
বেকেনবাওয়ারকে স্মরণের রাতে কেইনের রেকর্ড 

কীর্তিমানের মৃত্যু নাই—ফ্রাঞ্জ বেকেনবাওয়ার যেন এই প্রবাদই নতুন করে আবার মনে করালেন। জার্মান কিংবদন্তির মৃত্যুর প্রায় এক সপ্তাহ হতে চলেছে। তবু তিনি যেন আছেন সবার হৃদয়জুড়ে। ‘কাইজার’ খ্যাত এই ফুটবলার গতকাল আলিয়াঞ্জ অ্যারেনায় সশরীরে না থেকেও যেন ছিলেন মাঠে। 

বেকেনবাওয়ারের মৃত্যুর পর গতকালই প্রথম ম্যাচ খেলতে নেমেছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ ছিল হফেনহেইম। ম্যাচ শুরুর আগে কিংবদন্তি বেকেনবাওয়ারের স্মরণে ফুটবলার, দর্শক সবাই এক মিনিট নীরবতা পালন করেছেন। মাঠের ডিসপ্লেতে বড় করে লেখা ছিল ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের নাম। কিংবদন্তির হাতে শিরোপাসহ এক ছবিও দেখা গেছে। স্টেডিয়ামের মাঝখানে একটা গোল চাকতির ওপর বেকেনবাওয়ারের ৫ নম্বর জার্সি সংবলিত ছবি ছিল। বায়ার্নের খেলোয়াড়েরা যে জার্সি পরেছেন, তাতে লেখা ছিল ‘ডানকে ফ্রাঞ্জ’, যার অর্থ ‘ধন্যবাদ ফ্রাঞ্জ’। এফসি বায়ার্ন মিউনিখ তাদের অফিশিয়াল টুইটার পেজে ১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখিয়েছে ম্যাচ শুরুর আগে কিংবদন্তিকে স্মরণ করার মুহূর্ত। জার্মান ক্লাবটি ক্যাপশনে লিখেছে, ‘এটা এক আবেগপ্রবণ মুহূর্ত। ম্যাচ শুরুর আগে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আইকন ফ্রাঞ্জ বেকেনওয়ারকে শ্রদ্ধা জানানো। শান্তিতে থাকবেন কাইজার।’ 
বেকেনবাওয়ারকে স্মরণের রাতে সহজ জয় পেয়েছে বায়ার্নও। হফেনহেইমকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। ১৮ ও ৭০ মিনিটে জোড়া গোল করেছেন জামাল মুসিয়ালা। দলের তৃতীয় গোলটি এসেছে ৯০ মিনিটের সময়। এই গোল করে আবারও এক রেকর্ড গড়েন হ্যারি কেইন। ১৬ ম্যাচে ইংল্যান্ডের স্ট্রাইকারের গোল ২২। মৌসুমের মাঝপথে এক মৌসুমে যা যৌথ সর্বোচ্চ। ২০২০-২১ মৌসুমের মাঝামাঝি সময়ে বায়ার্নের জার্সিতে ২২ গোল করেছিলেন রবার্ট লেভানডফস্কি। 

টটেনহাম থেকে ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নে আসেন কেইন। প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৩ ম্যাচে করেন ২৬ গোল। আর ২২ গোল করে বুন্দেসলিগার চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা তিনি। বুন্দেসলিগার শিরোপার দৌড়ে সমানে সমান লড়ছে বায়ার্নও। ১৬ ম্যাচে ১৩ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। সবার ওপরে থাকা লেভারকুসেনের পয়েন্ট ৪২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত