ক্রীড়া ডেস্ক
টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন এসেছেন ২০২৩-২৪ মৌসুমে। বায়ার্নে নিয়মিত গোল করা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
ভোনোভিয়া রুরস্টেডিয়ন স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ভিএফএল বোচুম। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন। ২০২৩-২৪ বুন্দেসলিগায় এটা তাঁর ২৫ গোল এবং তাতে কেইনের লেগেছে ২২ ম্যাচ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ২৫ গোল করার ইতিহাসে তা দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে হালান্ডের প্রথম ২৫ গোল করতে লেগেছে ২৫ ম্যাচ।
কেইনের রেকর্ড গড়ার রাতটা অবশ্য দুঃস্বপ্নের। বোচুমের বিপক্ষে ম্যাচটা বায়ার্ন হেরে গেছে ৩-২ গোলে। যেখানে ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ায় বোচুম। ৩৮ মিনিটে বোচুমকে সমতায় ফেরান দলটির স্ট্রাইকার তাকুমা আসানো। ৪৪ মিনিটে ডিফেন্ডার কেভেন স্লোটারবেগের গোলে এগিয়ে যায় বোচুম। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়। ৭৬ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বোচুমকে ৩-১ গোলে এগিয়ে নেন কেভিন স্টগার। ৮৭ মিনিটে কেইনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে।
৩-২ গোলে হারার পর বুন্দেসলিগায় ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ খেলে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র ২২ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার লেভারকুসেন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভিএফবি স্টুটগার্ড। বুন্দেসলিগায় ১৮ দলের প্রত্যেকেই খেলবে ৩৪টি করে ম্যাচ।
টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন এসেছেন ২০২৩-২৪ মৌসুমে। বায়ার্নে নিয়মিত গোল করা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
ভোনোভিয়া রুরস্টেডিয়ন স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ভিএফএল বোচুম। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন। ২০২৩-২৪ বুন্দেসলিগায় এটা তাঁর ২৫ গোল এবং তাতে কেইনের লেগেছে ২২ ম্যাচ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ২৫ গোল করার ইতিহাসে তা দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে হালান্ডের প্রথম ২৫ গোল করতে লেগেছে ২৫ ম্যাচ।
কেইনের রেকর্ড গড়ার রাতটা অবশ্য দুঃস্বপ্নের। বোচুমের বিপক্ষে ম্যাচটা বায়ার্ন হেরে গেছে ৩-২ গোলে। যেখানে ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ায় বোচুম। ৩৮ মিনিটে বোচুমকে সমতায় ফেরান দলটির স্ট্রাইকার তাকুমা আসানো। ৪৪ মিনিটে ডিফেন্ডার কেভেন স্লোটারবেগের গোলে এগিয়ে যায় বোচুম। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়। ৭৬ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বোচুমকে ৩-১ গোলে এগিয়ে নেন কেভিন স্টগার। ৮৭ মিনিটে কেইনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে।
৩-২ গোলে হারার পর বুন্দেসলিগায় ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ খেলে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র ২২ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার লেভারকুসেন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভিএফবি স্টুটগার্ড। বুন্দেসলিগায় ১৮ দলের প্রত্যেকেই খেলবে ৩৪টি করে ম্যাচ।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৪০ মিনিট আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কাল দুবাইয়ে দেখা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। পরশু লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে গ্রুপপর্বের দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে...
২ ঘণ্টা আগে