ইংল্যান্ডে বাংলাদেশি রবিনের ‘প্রথম’ সেঞ্চুরি, দীর্ঘদিন পর জিতল দল
প্রতিযোগিতামূলক ক্রিকেটে রবিন জেমস দাস যে কখনো সেঞ্চুরি পাননি, তা নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে এরই মধ্যে তিনি সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার এবার পেলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডে চলমান ওয়ানডে কাপে তাঁর দল অনেক দিন পর পেল জয়।