ইংল্যান্ডকে ‘ধোলাই’ দেওয়ার পর যা বললেন হেড
চার-ছক্কা ছাড়া যেন কিছুই বোঝেন না ট্রাভিস হেড। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারের পাওয়ারপ্লের সুযোগে বোলারদের ছন্নছাড়া করতে তিনি সিদ্ধহস্ত। ঝড়, সুনামি, টাইফুন—ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেডের ব্যাটিংকে কী বলা যায়, সেটাই এখন অভিধানে খুঁজে দেখতে হচ্ছে।