স্টোকসের টর্নেডোতে ৪৪ বলেই জিতে গেল ইংল্যান্ড
বেন স্টোকস ও বেন ডাকেটের ঝোড়ো ব্যাটিং দেখে বোঝার উপায় ছিল না এজবাস্টনে হচ্ছেটা কী! ঝড়, সুনামি, টর্নেডো—কোনো কিছু দিয়েই তা ব্যাখ্যা করার মতো না। তিন দিনে শেষ হওয়া টেস্টে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল ইংল্যান্ড।