টম কারান, স্যাম কারান, বেন কারান—সামাজিক মাধ্যমে এই তিন কারান ভাইয়ের ছবি ভাইরাল গত কদিন ধরে। আলোচনায় আসবে না-ই বা কেন? কারানের পরিবারই যে ক্রিকেটকেন্দ্রিক। ইংল্যান্ড-জিম্বাবুয়ে দুই দেশের মধ্যে দারুণ যোগসূত্র রয়েছে কারান পরিবারের।
কারান ভাইদের বাবা কেভিন কারেন জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ১১ ওয়ানডে। সেটা তিনি খেলেছেন ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের সময়ে। তাঁর দুই ছেলে টম ও স্যাম খেলেছেন ইংল্যান্ডের হয়ে। বেনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। দুই ভাই ইংল্যান্ডে খেললেও বেন জিম্বাবুয়ের জার্সিই পরতে চান। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন বলেছেন, ‘অসাধারণ এক গল্প হবে এটা, তা–ই না? সুযোগ এলেই লুফে নিতে হবে। সত্যি সত্যিই এমন হলে (জিম্বাবুয়ে দলে সুযোগ) তা আমার জন্য অনেক অদ্ভুত এবং আবেগের মিশ্রণ থাকবে। মায়ের কথাই আমি চিন্তা করব। আমার চেয়ে মা–ই বেশি আবেগপ্রবণ হবেন বলে মনে করছি।’
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছেন বেন। তাঁর বাবাও (কেভিন) যে কাউন্টিতে খেলেছিলেন, সেটা মনে করিয়ে বেন বলেন, ‘এতে তো একটা চক্র পূরণ হবে, তাই না? তিনি (কেভিন কারান) নর্দাম্পটনে খেলেছেন। আমিও খেলেছি। আশা করি আমি সেখানে (জিম্বাবুয়ে) ফিরব এবং জিম্বাবুয়ের হয়ে প্রতিনিধিত্ব করব। সেখানে তিনি খেলেছেন এবং কোচিং করিয়েছেন। এমনটা হলে তো দারুণ হবে।’
বেনের বাবা কেভিন ২০১২ সালে চলে গেছেন না ফেরার দেশে। নিজের শেকড়ের টানেই বারবার জিম্বাবুয়ের কথা উল্লেখ করেন বেন, আমি ইংল্যান্ড–জিম্বাবুয়ে দুই দেশেই থেকেছি। তবে জিম্বাবুয়ের সঙ্গেই যোগসূত্র অনেক শক্তিশালী বলে আমি মনে করছি। সেখানে (জিম্বাবুয়ে) বেড়ে উঠেছি। শৈশবের বেশির ভাগ সময় কাটিয়েছি এবং মা-বাবার জন্মও সেখানে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্টে খেলার যোগ্যতা জিম্বাবুয়ে হারিয়েছিল বাছাইপর্ব উতড়াতে না পারায়। কদিন আগে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) কদিন আগে জানিয়েছে, নতুন প্রতিভাকে সুযোগ দিয়ে তারা নতুন করে দল গঠন করতে চাচ্ছে। জিম্বাবুয়ের জার্সিতে খেলার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন, সবই বেন পূর্ণ করেছেন। নির্বাচকেরা এখন তাঁকে চাইলেই জাতীয় দলে নিতে পারেন। জিম্বাবুয়ে দলে সুযোগ পেলে দুই ভাই টম-স্যামের মুখোমুখিও শিগগির হতে পারেন বেন।
টম কারান, স্যাম কারান, বেন কারান—সামাজিক মাধ্যমে এই তিন কারান ভাইয়ের ছবি ভাইরাল গত কদিন ধরে। আলোচনায় আসবে না-ই বা কেন? কারানের পরিবারই যে ক্রিকেটকেন্দ্রিক। ইংল্যান্ড-জিম্বাবুয়ে দুই দেশের মধ্যে দারুণ যোগসূত্র রয়েছে কারান পরিবারের।
কারান ভাইদের বাবা কেভিন কারেন জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ১১ ওয়ানডে। সেটা তিনি খেলেছেন ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের সময়ে। তাঁর দুই ছেলে টম ও স্যাম খেলেছেন ইংল্যান্ডের হয়ে। বেনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। দুই ভাই ইংল্যান্ডে খেললেও বেন জিম্বাবুয়ের জার্সিই পরতে চান। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন বলেছেন, ‘অসাধারণ এক গল্প হবে এটা, তা–ই না? সুযোগ এলেই লুফে নিতে হবে। সত্যি সত্যিই এমন হলে (জিম্বাবুয়ে দলে সুযোগ) তা আমার জন্য অনেক অদ্ভুত এবং আবেগের মিশ্রণ থাকবে। মায়ের কথাই আমি চিন্তা করব। আমার চেয়ে মা–ই বেশি আবেগপ্রবণ হবেন বলে মনে করছি।’
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছেন বেন। তাঁর বাবাও (কেভিন) যে কাউন্টিতে খেলেছিলেন, সেটা মনে করিয়ে বেন বলেন, ‘এতে তো একটা চক্র পূরণ হবে, তাই না? তিনি (কেভিন কারান) নর্দাম্পটনে খেলেছেন। আমিও খেলেছি। আশা করি আমি সেখানে (জিম্বাবুয়ে) ফিরব এবং জিম্বাবুয়ের হয়ে প্রতিনিধিত্ব করব। সেখানে তিনি খেলেছেন এবং কোচিং করিয়েছেন। এমনটা হলে তো দারুণ হবে।’
বেনের বাবা কেভিন ২০১২ সালে চলে গেছেন না ফেরার দেশে। নিজের শেকড়ের টানেই বারবার জিম্বাবুয়ের কথা উল্লেখ করেন বেন, আমি ইংল্যান্ড–জিম্বাবুয়ে দুই দেশেই থেকেছি। তবে জিম্বাবুয়ের সঙ্গেই যোগসূত্র অনেক শক্তিশালী বলে আমি মনে করছি। সেখানে (জিম্বাবুয়ে) বেড়ে উঠেছি। শৈশবের বেশির ভাগ সময় কাটিয়েছি এবং মা-বাবার জন্মও সেখানে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্টে খেলার যোগ্যতা জিম্বাবুয়ে হারিয়েছিল বাছাইপর্ব উতড়াতে না পারায়। কদিন আগে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) কদিন আগে জানিয়েছে, নতুন প্রতিভাকে সুযোগ দিয়ে তারা নতুন করে দল গঠন করতে চাচ্ছে। জিম্বাবুয়ের জার্সিতে খেলার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন, সবই বেন পূর্ণ করেছেন। নির্বাচকেরা এখন তাঁকে চাইলেই জাতীয় দলে নিতে পারেন। জিম্বাবুয়ে দলে সুযোগ পেলে দুই ভাই টম-স্যামের মুখোমুখিও শিগগির হতে পারেন বেন।
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
২৬ মিনিট আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
৪২ মিনিট আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
২ ঘণ্টা আগে