টম কারান, স্যাম কারান, বেন কারান—সামাজিক মাধ্যমে এই তিন কারান ভাইয়ের ছবি ভাইরাল গত কদিন ধরে। আলোচনায় আসবে না-ই বা কেন? কারানের পরিবারই যে ক্রিকেটকেন্দ্রিক। ইংল্যান্ড-জিম্বাবুয়ে দুই দেশের মধ্যে দারুণ যোগসূত্র রয়েছে কারান পরিবারের।
কারান ভাইদের বাবা কেভিন কারেন জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ১১ ওয়ানডে। সেটা তিনি খেলেছেন ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের সময়ে। তাঁর দুই ছেলে টম ও স্যাম খেলেছেন ইংল্যান্ডের হয়ে। বেনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। দুই ভাই ইংল্যান্ডে খেললেও বেন জিম্বাবুয়ের জার্সিই পরতে চান। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন বলেছেন, ‘অসাধারণ এক গল্প হবে এটা, তা–ই না? সুযোগ এলেই লুফে নিতে হবে। সত্যি সত্যিই এমন হলে (জিম্বাবুয়ে দলে সুযোগ) তা আমার জন্য অনেক অদ্ভুত এবং আবেগের মিশ্রণ থাকবে। মায়ের কথাই আমি চিন্তা করব। আমার চেয়ে মা–ই বেশি আবেগপ্রবণ হবেন বলে মনে করছি।’
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছেন বেন। তাঁর বাবাও (কেভিন) যে কাউন্টিতে খেলেছিলেন, সেটা মনে করিয়ে বেন বলেন, ‘এতে তো একটা চক্র পূরণ হবে, তাই না? তিনি (কেভিন কারান) নর্দাম্পটনে খেলেছেন। আমিও খেলেছি। আশা করি আমি সেখানে (জিম্বাবুয়ে) ফিরব এবং জিম্বাবুয়ের হয়ে প্রতিনিধিত্ব করব। সেখানে তিনি খেলেছেন এবং কোচিং করিয়েছেন। এমনটা হলে তো দারুণ হবে।’
বেনের বাবা কেভিন ২০১২ সালে চলে গেছেন না ফেরার দেশে। নিজের শেকড়ের টানেই বারবার জিম্বাবুয়ের কথা উল্লেখ করেন বেন, আমি ইংল্যান্ড–জিম্বাবুয়ে দুই দেশেই থেকেছি। তবে জিম্বাবুয়ের সঙ্গেই যোগসূত্র অনেক শক্তিশালী বলে আমি মনে করছি। সেখানে (জিম্বাবুয়ে) বেড়ে উঠেছি। শৈশবের বেশির ভাগ সময় কাটিয়েছি এবং মা-বাবার জন্মও সেখানে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্টে খেলার যোগ্যতা জিম্বাবুয়ে হারিয়েছিল বাছাইপর্ব উতড়াতে না পারায়। কদিন আগে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) কদিন আগে জানিয়েছে, নতুন প্রতিভাকে সুযোগ দিয়ে তারা নতুন করে দল গঠন করতে চাচ্ছে। জিম্বাবুয়ের জার্সিতে খেলার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন, সবই বেন পূর্ণ করেছেন। নির্বাচকেরা এখন তাঁকে চাইলেই জাতীয় দলে নিতে পারেন। জিম্বাবুয়ে দলে সুযোগ পেলে দুই ভাই টম-স্যামের মুখোমুখিও শিগগির হতে পারেন বেন।
টম কারান, স্যাম কারান, বেন কারান—সামাজিক মাধ্যমে এই তিন কারান ভাইয়ের ছবি ভাইরাল গত কদিন ধরে। আলোচনায় আসবে না-ই বা কেন? কারানের পরিবারই যে ক্রিকেটকেন্দ্রিক। ইংল্যান্ড-জিম্বাবুয়ে দুই দেশের মধ্যে দারুণ যোগসূত্র রয়েছে কারান পরিবারের।
কারান ভাইদের বাবা কেভিন কারেন জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ১১ ওয়ানডে। সেটা তিনি খেলেছেন ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের সময়ে। তাঁর দুই ছেলে টম ও স্যাম খেলেছেন ইংল্যান্ডের হয়ে। বেনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। দুই ভাই ইংল্যান্ডে খেললেও বেন জিম্বাবুয়ের জার্সিই পরতে চান। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন বলেছেন, ‘অসাধারণ এক গল্প হবে এটা, তা–ই না? সুযোগ এলেই লুফে নিতে হবে। সত্যি সত্যিই এমন হলে (জিম্বাবুয়ে দলে সুযোগ) তা আমার জন্য অনেক অদ্ভুত এবং আবেগের মিশ্রণ থাকবে। মায়ের কথাই আমি চিন্তা করব। আমার চেয়ে মা–ই বেশি আবেগপ্রবণ হবেন বলে মনে করছি।’
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছেন বেন। তাঁর বাবাও (কেভিন) যে কাউন্টিতে খেলেছিলেন, সেটা মনে করিয়ে বেন বলেন, ‘এতে তো একটা চক্র পূরণ হবে, তাই না? তিনি (কেভিন কারান) নর্দাম্পটনে খেলেছেন। আমিও খেলেছি। আশা করি আমি সেখানে (জিম্বাবুয়ে) ফিরব এবং জিম্বাবুয়ের হয়ে প্রতিনিধিত্ব করব। সেখানে তিনি খেলেছেন এবং কোচিং করিয়েছেন। এমনটা হলে তো দারুণ হবে।’
বেনের বাবা কেভিন ২০১২ সালে চলে গেছেন না ফেরার দেশে। নিজের শেকড়ের টানেই বারবার জিম্বাবুয়ের কথা উল্লেখ করেন বেন, আমি ইংল্যান্ড–জিম্বাবুয়ে দুই দেশেই থেকেছি। তবে জিম্বাবুয়ের সঙ্গেই যোগসূত্র অনেক শক্তিশালী বলে আমি মনে করছি। সেখানে (জিম্বাবুয়ে) বেড়ে উঠেছি। শৈশবের বেশির ভাগ সময় কাটিয়েছি এবং মা-বাবার জন্মও সেখানে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্টে খেলার যোগ্যতা জিম্বাবুয়ে হারিয়েছিল বাছাইপর্ব উতড়াতে না পারায়। কদিন আগে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) কদিন আগে জানিয়েছে, নতুন প্রতিভাকে সুযোগ দিয়ে তারা নতুন করে দল গঠন করতে চাচ্ছে। জিম্বাবুয়ের জার্সিতে খেলার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন, সবই বেন পূর্ণ করেছেন। নির্বাচকেরা এখন তাঁকে চাইলেই জাতীয় দলে নিতে পারেন। জিম্বাবুয়ে দলে সুযোগ পেলে দুই ভাই টম-স্যামের মুখোমুখিও শিগগির হতে পারেন বেন।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
২৯ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে