‘পাকিস্তানি’ সাকিবই গুঁড়িয়ে দিলেন পাকিস্তানকে
দ্বিতীয় সারির এক দল নিয়েই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। তাতে আবার সবচেয়ে বড় অবদান পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটারের। পাকিস্তানকে ১৪১ রানে গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব মাহমুদ। ১০ ওভারে ৪২ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ৯ উইকেটে জেতা ম্যাচের ম্যাচসেরাও সাকিব।