Ajker Patrika

আর বন্দী থাকতে চান না রুটরা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২০: ৩৩
আর বন্দী থাকতে চান না রুটরা

করোনা মহামারিতে জৈব সুরক্ষাবলয় বিষয়টি ক্রিকেটের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে। তবে এটি ক্রিকেটারদের কাছে নতুন এক আতঙ্কও হয়ে দাঁড়িয়েছে। অনিচ্ছা সত্ত্বেও মহামারির এই সময়ে মনের ওপর জোর খাঁটিয়ে ক্রিকেটারদের এ নিয়ম মানতেই হচ্ছে। এই সুরক্ষাবলয় নিয়ে এবার মুখ খুলেছে ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছে, সামনের দিনগুলোতে ইংল্যান্ডের ক্রিকেটাররা আর জৈব সুরক্ষা বলয় মানতে চান না।

জৈব সুরক্ষাবলয় ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের ওপর ‘ক্ষতিকর প্রভাব’ ফেলছে বলে মনে করেন ইসিবির প্রধান নির্বাহী টম হারিসনও। তিনি বলেছেন, জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে ক্রিকেটাররা এখন বিরক্ত। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের ওপর এমন ক্ষতিকারক প্রভাব ফেলেছে যে, আমরা এই পরিবেশ আর সামনে নিতে পারছি না।’

বছরের শুরুর দিকে ইংল্যান্ডে করোনা ভাইরাস প্রকোপ বেড়েছিল। ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ইংল্যান্ডের নারী ও পুরুষ ক্রিকেট দল মাঠের কাছাকাছি হোটেলগুলোতে অবস্থান করে আসছে। হারিসন বলেছেন, ‘খেলোয়াড়েরা এমন জায়গায় থাকতে চান না, যেখানে জীবন মানে ব্যাট বলের ক্রিকেট খেলা।

মহামারিতে এ মাসের শুরুতেই বড় খেসারত দিতে হয়েছে ইংল্যান্ড দলকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মূল দলের তিন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে একেবারেই নতুন এক দল নিয়ে খেলতে হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নতুন দল নিয়েই অবশ্য ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বেন স্টোকসের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত