Ajker Patrika

কোহলিকে তরুণদের কাছ থেকে পরামর্শ নিতে বললেন রমিজ 

কোহলিকে তরুণদের কাছ থেকে পরামর্শ নিতে বললেন রমিজ 

সাদা পোশাকে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন ভারতীয় অধিনায়ক। এই নিয়ে সব মিলিয়ে অধিনায়ক হিসেবে শূন্য রানে কোহলি আউট হলেন ৯ বার। যা ভারতের যে কোনো অধিনায়কের মধ্যে সর্বোচ্চ। অস্বস্তিকর এই রেকর্ডের পর কোহলিকে তরুণদের কাছ থেকে সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা। 

টেস্টে কোহলি সবশেষ সেঞ্চরির দেখা পেয়েছিলেন ২০১৯ সালের ডিসেম্বরে। এরপর থেকে সেঞ্চুরি না পাওয়া কোহলির এবার নাম লেখালেন অপ্রিয় এক রেকর্ডে। ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন। কোহলির এই খারাপ সময়ে তাকে পরামর্শ দিয়েছেন রমিজ রাজা। রমিজের মতে বিরাটের এখন উচিত দলের তরুণ ক্রিকেটারদের থেকে সহায়তা নেওয়া। তিনি মনে করেন তারকা ক্রিকেটারদের কখনো কখনো তরুণদের সহায়তা নেওয়া উচিত। 

বার্মিংহামের নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৮৩ রানে অলআউট করার পর ভারতীয় ইনিংসের ১০৪ রানের সময় উইকেটে আসেন তিনি। উইকেটে এসেই অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ধরা পড়েন। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন ভারতীয় অধিনায়ক।

কোহলির আউট হওয়ার ধরন দেখে তাকে পরামর্শ দিতে রমিজ তুলনা দিয়েছেন লোকেশ রাহুলের। তিনি বলেছেন, ‘যখন লোকেশ রাহুল ব্যাটিং করছিল, তখন তার খেলায় একটা পরিপূর্ণ ধারাবাহিকতা ছিল। সে বলের কাছাকাছি যাচ্ছিল, নিজের অফস্ট্যাম্প সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল। এসব কন্ডিশনে এভাবেই ব্যাটিং করতে হয়।’ 

রমিজ রাজার মতে লোকেশ রাহুলের ব্যাটিং কৌশল থেকে শেখার আছে কোহলির। একই সঙ্গে রমিজ রাজা কোহলিকে উদ্দেশ করে বলেছেন, ‘কখনো কখনো তারকা ব্যাটসম্যানরাও তাদের জুনিয়রদের থেকে নতুন কিছু শেখে। কোহলিও রাহুলের থেকে সফট হ্যান্ডে ব্যাটিংয়ের কৌশল শিখতে পারে। আর সামনের ম্যাচগুলোতে কোহলির অবশ্য হার্ড হ্যান্ডে খেলা উচিত হবে না। তাকে উইকেটে গিয়ে সময় দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত