Ajker Patrika

তিনি মারা গেছেন, গ্যালারিতে তাঁর সিটটা ফাঁকাই রেখেছেন বন্ধুরা   

তিনি মারা গেছেন, গ্যালারিতে তাঁর সিটটা ফাঁকাই রেখেছেন বন্ধুরা   

ইংল্যান্ডের খেলা মানেই মাঠে ইংলিশ সমর্থক গোষ্ঠী বার্মি আর্মিদের উপস্থিতি এক রকম অনিবার্য। নটিংহামের ট্রেন্টব্রিজে কাল ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম হয়েছে অন্য জায়গায়। গ্যালারিতে যে জায়গাটায় বার্মি-আর্মিরা বসেছিল, তাদের মাঝে একটি চেয়ার ছিল ফাঁকা।

আশেপাশে সব চেয়ারে ইংলিশ সমর্থকেরা বসলেও মাঝের সিটটা ফাঁকা কেন? ফাঁকা থাকার কারণ, ওই সিটে যাঁর বসার কথা সেই জন ক্লার্ক  আর পৃথিবীতেই নেই। তাঁর বন্ধুরা তাই সিদ্ধান্ত নিয়েছেন, ক্লার্কের জন্য টিকিট কেটে সিটটি ফাঁকা রাখবেন তাঁর  স্মরণে। ট্রেন্টব্রিজ টেস্টে গ্যালারিতে বার্মি-আর্মির এই উদ্যোগ বিশেষ নজর কেড়েছে।

ইংলিশ সমর্থক জন ক্লার্ক তার জীবদ্দশায় গত ৪০ বছরে ট্রেন্টব্রিজে একটি ম্যাচও হাতছাড়া করেননি। কদিন আগে তিনি চলে গেছেন জীবন নদীর ওপারে। তার বন্ধুরা গ্যালারিতে তাঁর স্মৃতি ধরে রাখতে তাঁর বসার সিটটি ফাঁকায় রেখে দিয়েছেন। 

গ্যালারিতে বার্মি আর্মির এমন ঘটনার দিনে মাঠে অবশ্য সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। জসপ্রিত বুমরা আর মোহাম্মদ শামিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে  প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট ১৮৩ রানে। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান এসেছে জো রুটের ব্যাট থেকে । 
বুমরা ৪টি, শামি নিয়েছেন ৩টি করে উইকেট। ইংল্যান্ডকে গুঁটিয়ে দেওয়ার পর   ভারত প্রথম দিন শেষ করেছে বিনা উইকেটে ২১ রান তুলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত