আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
ভারতের বিপক্ষে সিরিজে তাই স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড।
ক্রিকেট থেকে স্টোকসের অনির্দিষ্টকালের বিরতি নেওয়ার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকসের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিচ্ছে তারা। একই সঙ্গে এই সময়ে আঙুলের চোটে থেকে সেরে ওঠার কথাও বলেছেন তিনি।
কদিন আগে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। পরে তাঁকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল।
আগামী সপ্তাহেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তার আগে ইসিবি জানিয়েছে, বেন স্টোকস ওই সিরিজের আগে ইংল্যান্ডের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জৈব সুরক্ষাবলয়ের এই সময়ে মানসিকভাব ঠিক থাকতে বিরতিতে যাচ্ছেন স্টোকস।
এক বিবৃতিতে ইসিবি আরও জানিয়েছে, নিজের ভালো-খারাপ অনুভূতির বিষয়ে কথা বলতে সংকোচ করেন না বেন। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকার বিষয়টিই তাদের কাছে অগ্রাধিকারের বিষয়। সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় খেলোয়াড়েরা সব সময়ই চাপে থাকেন। কিন্তু জৈব সুরক্ষাবলয় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
ভারতের বিপক্ষে সিরিজে তাই স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড।
ক্রিকেট থেকে স্টোকসের অনির্দিষ্টকালের বিরতি নেওয়ার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকসের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিচ্ছে তারা। একই সঙ্গে এই সময়ে আঙুলের চোটে থেকে সেরে ওঠার কথাও বলেছেন তিনি।
কদিন আগে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। পরে তাঁকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল।
আগামী সপ্তাহেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তার আগে ইসিবি জানিয়েছে, বেন স্টোকস ওই সিরিজের আগে ইংল্যান্ডের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জৈব সুরক্ষাবলয়ের এই সময়ে মানসিকভাব ঠিক থাকতে বিরতিতে যাচ্ছেন স্টোকস।
এক বিবৃতিতে ইসিবি আরও জানিয়েছে, নিজের ভালো-খারাপ অনুভূতির বিষয়ে কথা বলতে সংকোচ করেন না বেন। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকার বিষয়টিই তাদের কাছে অগ্রাধিকারের বিষয়। সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় খেলোয়াড়েরা সব সময়ই চাপে থাকেন। কিন্তু জৈব সুরক্ষাবলয় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে