চলে গেলেন আইসিসির ৯২ বছর বয়সী ম্যাচ রেফারি
আইসিসির ম্যাচ রেফারি, ক্রিকেট প্রশাসক, প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০ এর বেশি গড়—রমন সুব্বা রো যেন ক্রিকেটের ‘সব্যসাচী’ এক চরিত্র। বয়সেও সেঞ্চুরি করেই ফেলেছিলেন। তবে তা আর সম্ভব হয়নি। ৯২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন রমন।