Ajker Patrika

রোহিত-গিলের সেঞ্চুরিতে ভারতের লিড, ১ উইকেটের অপেক্ষা অ্যান্ডারসনের

ক্রীড়া ডেস্ক
রোহিত-গিলের সেঞ্চুরিতে ভারতের লিড, ১ উইকেটের অপেক্ষা অ্যান্ডারসনের

ইংল্যান্ড হায়দরাবাদ টেস্ট জয়ের পর যাঁরা উচ্চকিত হয়েছিলেন তাঁদের কণ্ঠেই এখন সমালোচনার তীব্র ঝাঁজ। পরের তিন টেস্ট জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। সিরিজের শেষ টেস্টটি জিতে হারের ব্যবধান কমানোর যে সুযোগ ছিল ইংলিশদের সেটিই এখন হাতছাড়া হওয়ার পথে। ধর্মশালায় যে দুই দিনের খেলা হলো দুই দিনই শাসন করেছে ভারত। 

প্রথম দিন ভারতীয় স্পিনাররা সফরকারীদের সর্ষে ফুল দেখিয়েছেন। এরপর ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে স্বাগতিক দলের ব্যাটাররা যে ফুল ফুটিয়েছিল সেটি সুবাস ছড়িয়েছে আজ সারা দিন। দ্বিতীয় দিনে ইংল্যান্ড নিয়েছে ৭ উইকেট আর ভারত করেছে ৩৩৮ রান। সেঞ্চুরি দুটি আর ফিফটি দুটি। 

ভারতের ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস হয়েছে অবশ্য পাঁচটি। গতকাল ওপেনার যশস্বী জয়সওয়াল ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে শোয়েব বশিরের বলে ফেরেন ৫৮ বলে ৫৭ রান করে। ভারত প্রথম দিন শেষ করেছিল ১ উইকেটে ১৩৫ রানে। আজ দ্বিতীয় দিন শেষে সেই স্কোর দাঁড়িয়েছে—৮/৪৭৩। স্বাগতিকেরা লিড নিয়েছে ২৫৫ রান। আগেরদিন ইংলিশদের প্রথম ইনিংস থেমেছিল ২১৮ রানে। 

দ্বিতীয় দিনের শুরুতেই সফরকারী বোলারদের চোখ থেকে ঘুম ছুটিয়ে দেন রোহিত শর্মা ও শুবমান গিল। মধ্যাহ্নভোজের আগেই দুজনে পেয়ে যান সেঞ্চুরির দেখা। রোহিত ৫২ ও গিল ২৬ রানে দিন শুরু করেছিলেন। অবশ্য দ্বিতীয় সেশনের শুরুতেই পরপর দুই ওভারে দুজনের বিদায়ে স্বস্তি ফেরে ইংল্যান্ড শিবিরে। দুজনের দ্বিতীয় উইকেটে ১৭১ রানের জুটি ভাঙেন বেন স্টোকস। ইংলিশ অধিনায়ক বোল্ড করেন রোহিতকে। ভারত অধিনায়ক-ওপেনার ১৬২ বলে করেন ১০৩ রান। 

গিলকে (১৫০ বলে ১১০ রান) বোল্ড করেন জেমস অ্যান্ডারসন। আর ১ উইকেট পেলেই আজ প্রথম পেসার ও তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন ‘সুইং মাস্টার’। তবে ইংলিশ পেসারকে তার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরেকটি রাত। রোহিত-গিলের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়েন দেবদূত পাডিক্কাল (৬৫) ও সরফরাজ খান (৫৬)। দুজনকেই ফেরান বশির। ৪ উইকেট নিয়ে ইংলিশদের সফল বোলার তিনিই। ২ উইকেট নিয়েছেন আরেক স্পিনার টম হার্টলি। 

দ্বিতীয় সেশনে ২ উইকেট হারানো ভারত দিনের শেষ সেশনে হারায় ৫ উইকেট। আগামীকাল ব্যাটিংয়ে তৃতীয় দিন শুরু করবেন কুলদীপ যাদব (২৭) ও জসপ্রীত বুমরা (১৯)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত