ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড হায়দরাবাদ টেস্ট জয়ের পর যাঁরা উচ্চকিত হয়েছিলেন তাঁদের কণ্ঠেই এখন সমালোচনার তীব্র ঝাঁজ। পরের তিন টেস্ট জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। সিরিজের শেষ টেস্টটি জিতে হারের ব্যবধান কমানোর যে সুযোগ ছিল ইংলিশদের সেটিই এখন হাতছাড়া হওয়ার পথে। ধর্মশালায় যে দুই দিনের খেলা হলো দুই দিনই শাসন করেছে ভারত।
প্রথম দিন ভারতীয় স্পিনাররা সফরকারীদের সর্ষে ফুল দেখিয়েছেন। এরপর ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে স্বাগতিক দলের ব্যাটাররা যে ফুল ফুটিয়েছিল সেটি সুবাস ছড়িয়েছে আজ সারা দিন। দ্বিতীয় দিনে ইংল্যান্ড নিয়েছে ৭ উইকেট আর ভারত করেছে ৩৩৮ রান। সেঞ্চুরি দুটি আর ফিফটি দুটি।
ভারতের ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস হয়েছে অবশ্য পাঁচটি। গতকাল ওপেনার যশস্বী জয়সওয়াল ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে শোয়েব বশিরের বলে ফেরেন ৫৮ বলে ৫৭ রান করে। ভারত প্রথম দিন শেষ করেছিল ১ উইকেটে ১৩৫ রানে। আজ দ্বিতীয় দিন শেষে সেই স্কোর দাঁড়িয়েছে—৮/৪৭৩। স্বাগতিকেরা লিড নিয়েছে ২৫৫ রান। আগেরদিন ইংলিশদের প্রথম ইনিংস থেমেছিল ২১৮ রানে।
দ্বিতীয় দিনের শুরুতেই সফরকারী বোলারদের চোখ থেকে ঘুম ছুটিয়ে দেন রোহিত শর্মা ও শুবমান গিল। মধ্যাহ্নভোজের আগেই দুজনে পেয়ে যান সেঞ্চুরির দেখা। রোহিত ৫২ ও গিল ২৬ রানে দিন শুরু করেছিলেন। অবশ্য দ্বিতীয় সেশনের শুরুতেই পরপর দুই ওভারে দুজনের বিদায়ে স্বস্তি ফেরে ইংল্যান্ড শিবিরে। দুজনের দ্বিতীয় উইকেটে ১৭১ রানের জুটি ভাঙেন বেন স্টোকস। ইংলিশ অধিনায়ক বোল্ড করেন রোহিতকে। ভারত অধিনায়ক-ওপেনার ১৬২ বলে করেন ১০৩ রান।
গিলকে (১৫০ বলে ১১০ রান) বোল্ড করেন জেমস অ্যান্ডারসন। আর ১ উইকেট পেলেই আজ প্রথম পেসার ও তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন ‘সুইং মাস্টার’। তবে ইংলিশ পেসারকে তার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরেকটি রাত। রোহিত-গিলের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়েন দেবদূত পাডিক্কাল (৬৫) ও সরফরাজ খান (৫৬)। দুজনকেই ফেরান বশির। ৪ উইকেট নিয়ে ইংলিশদের সফল বোলার তিনিই। ২ উইকেট নিয়েছেন আরেক স্পিনার টম হার্টলি।
দ্বিতীয় সেশনে ২ উইকেট হারানো ভারত দিনের শেষ সেশনে হারায় ৫ উইকেট। আগামীকাল ব্যাটিংয়ে তৃতীয় দিন শুরু করবেন কুলদীপ যাদব (২৭) ও জসপ্রীত বুমরা (১৯)।
ইংল্যান্ড হায়দরাবাদ টেস্ট জয়ের পর যাঁরা উচ্চকিত হয়েছিলেন তাঁদের কণ্ঠেই এখন সমালোচনার তীব্র ঝাঁজ। পরের তিন টেস্ট জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। সিরিজের শেষ টেস্টটি জিতে হারের ব্যবধান কমানোর যে সুযোগ ছিল ইংলিশদের সেটিই এখন হাতছাড়া হওয়ার পথে। ধর্মশালায় যে দুই দিনের খেলা হলো দুই দিনই শাসন করেছে ভারত।
প্রথম দিন ভারতীয় স্পিনাররা সফরকারীদের সর্ষে ফুল দেখিয়েছেন। এরপর ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে স্বাগতিক দলের ব্যাটাররা যে ফুল ফুটিয়েছিল সেটি সুবাস ছড়িয়েছে আজ সারা দিন। দ্বিতীয় দিনে ইংল্যান্ড নিয়েছে ৭ উইকেট আর ভারত করেছে ৩৩৮ রান। সেঞ্চুরি দুটি আর ফিফটি দুটি।
ভারতের ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস হয়েছে অবশ্য পাঁচটি। গতকাল ওপেনার যশস্বী জয়সওয়াল ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে শোয়েব বশিরের বলে ফেরেন ৫৮ বলে ৫৭ রান করে। ভারত প্রথম দিন শেষ করেছিল ১ উইকেটে ১৩৫ রানে। আজ দ্বিতীয় দিন শেষে সেই স্কোর দাঁড়িয়েছে—৮/৪৭৩। স্বাগতিকেরা লিড নিয়েছে ২৫৫ রান। আগেরদিন ইংলিশদের প্রথম ইনিংস থেমেছিল ২১৮ রানে।
দ্বিতীয় দিনের শুরুতেই সফরকারী বোলারদের চোখ থেকে ঘুম ছুটিয়ে দেন রোহিত শর্মা ও শুবমান গিল। মধ্যাহ্নভোজের আগেই দুজনে পেয়ে যান সেঞ্চুরির দেখা। রোহিত ৫২ ও গিল ২৬ রানে দিন শুরু করেছিলেন। অবশ্য দ্বিতীয় সেশনের শুরুতেই পরপর দুই ওভারে দুজনের বিদায়ে স্বস্তি ফেরে ইংল্যান্ড শিবিরে। দুজনের দ্বিতীয় উইকেটে ১৭১ রানের জুটি ভাঙেন বেন স্টোকস। ইংলিশ অধিনায়ক বোল্ড করেন রোহিতকে। ভারত অধিনায়ক-ওপেনার ১৬২ বলে করেন ১০৩ রান।
গিলকে (১৫০ বলে ১১০ রান) বোল্ড করেন জেমস অ্যান্ডারসন। আর ১ উইকেট পেলেই আজ প্রথম পেসার ও তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন ‘সুইং মাস্টার’। তবে ইংলিশ পেসারকে তার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরেকটি রাত। রোহিত-গিলের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়েন দেবদূত পাডিক্কাল (৬৫) ও সরফরাজ খান (৫৬)। দুজনকেই ফেরান বশির। ৪ উইকেট নিয়ে ইংলিশদের সফল বোলার তিনিই। ২ উইকেট নিয়েছেন আরেক স্পিনার টম হার্টলি।
দ্বিতীয় সেশনে ২ উইকেট হারানো ভারত দিনের শেষ সেশনে হারায় ৫ উইকেট। আগামীকাল ব্যাটিংয়ে তৃতীয় দিন শুরু করবেন কুলদীপ যাদব (২৭) ও জসপ্রীত বুমরা (১৯)।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
২ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৫ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
৮ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
৮ ঘণ্টা আগে