Ajker Patrika

লর্ডসকে ঢেলে সাজাতে প্রায় ১০০০ কোটি টাকার প্রকল্প

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ক্রিকেটের তীর্থভূমি উপাধি লর্ডস পেয়ে গেছে অনেক আগেই। এ মাঠেই হয়েছে হাজার হাজার রেকর্ড। ক্রিকেটের ঐতিহাসিক এই স্টেডিয়ামও নতুন করে সংস্কারের পরিকল্পনা চলছে। তাতে প্রায় হাজার কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। 

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) আজ এক প্রতিবেদনে জানা গেছে, লর্ডস পুনরায় সংস্কার করতে ৬ কোটি ১৮ লাখ পাউন্ডের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৯০৪ কোটি ৮৯ লাখ টাকা। স্টেডিয়ামের আসন সংখ্যা আরও ১১০০ বাড়ানো হবে। বর্তমানের অ্যালেন স্ট্যান্ড ভেঙে দেওয়া হবে। এখানে এক তলা বাড়িয়ে পুন: নির্মাণ করা হবে। একই সঙ্গে ট্যাভার্ন স্ট্যান্ডের ওপর চতুর্থ স্তর বসানো হবে। পুন: সংস্করণে স্টেডিয়ামে খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়নের ব্যবস্থা আরও উন্নত করা হবে মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বলেছে। সেপ্টেম্বরে পুন: নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। ২০২৭ সালের মধ্যে সেটা শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মেরিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যদের ভোটে তা পাশ হয়েছে গত সপ্তাহেই। 

এ বছরের শুরুতে মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানায়, তারা লর্ডস ছেড়ে দেওয়ার কথা ভাবছে। ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির অধীনেই চলে ক্লাবটি। এর আগে ২০২১ সালে লর্ডসের কম্পটন ও এদরিচ স্ট্যান্ড পুন: সংস্কার করা হয়। তখন খরচ হয়েছিল ৫ কোটি ১০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা ৭৭৬ কোটি ৫ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত