সকালের শুরুতেই কুলদীপ যাদবকে (৩০) ফিরিয়ে প্রথম পেসার ও তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন জেমস অ্যান্ডারসন। তবে ইংলিশ পেসারের সেই আনন্দ বেশিক্ষণ থাকেনি। দুপুর গড়াতেই হার নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের।
ধর্মশালা টেস্ট জিততে তিন দিনও লাগল না ভারতের। সফরকারীরা হেরেছে ইনিংস ও ৬৪ রানে। সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ হারল ৪-১ ব্যবধানে। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট জিতলেও বাকি চার টেস্টে ‘বাজবলের’ পতনই দেখা গেল। আজ দ্বিতীয় সেশনেই ১৯৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংলিশরা প্রথম ইনিংসে করেছিল ২১৮। ভারত প্রথম ইনিংসে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করে ৪৭৭ রান।
৮ উইকেটে ৪৭৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল স্বাগতিকেরা। তবে স্কোরবোর্ডে আর ৪ রান জমা পড়তেই থামে ভারতের ইনিংস। ২৭ রান নিয়ে দিন শুরু করা কুলদীপকে ফিরিয়ে টেস্টে ৭০০ উইকেটের ঘরে পা রাখেন অ্যান্ডারসন। তিন বল পর জসপ্রীত বুমরাকে (২০) ফেরান শোয়েব বশির। তৃতীয় টেস্ট খেলতে নেমে দ্বিতীয়বারের মতন ৫ উইকেট পেলেন ইংলিশ পেসার। তবে অ্যান্ডারসন ও বশিরের সেই প্রাপ্তির আনন্দ বিষাদে পরিণত করেন ইংল্যান্ড ব্যাটাররা।
২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও ভারতীয় স্পিনারদের ঘূর্ণির সামনে খাবি খেয়েছেন ইংলিশরা। স্কোরবোর্ডে ২ রান জমা পড়তেই হারায় প্রথম উইকেট। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। ৩৬ রানে ৩ উইকেট হারানো সফরকারীরা মধ্যাহ্নভোজে যায় ৫ উইকেটে ১০৩ রান নিয়ে। দ্বিতীয় সেশনে আর ৯২ রান করতেই বাকি ৫ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বেন স্টোকস বাহিনী। ভারতীয় স্পিনারদের সামনে যা একটু লড়াই করেছেন জো রুট (৮৯)। শেষ ব্যাটার হিসেবে তিনি তৃতীয় শিকার হন কুলদীপের।
তাঁর আগে ইংলিশদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সফরকারীদের প্রথম তিন ব্যাটার জ্যাক ক্রলি (০), বেন ডাকেট (২) ও ওলি পোপকে (১৯) ফেরান তিনি। এই অভিজ্ঞ স্পিনার পরে বোল্ড করেন অধিনায়ক স্টোকস (২) ও উইকেটরক্ষক বেন ফোকসকে (২)। ধর্মশালা টেস্টে দুই ইনিংস মিলিয়ে অশ্বিন নিয়েছেন ৯ উইকেট, কুলদীপের শিকার ৮টি। এই সিরিজে টেস্টে ৫০০ উইকেট পাওয়া অশ্বিন ৩৬তম বারের মতন এক ইনিংসে পেলেন ৫ উইকেটের দেখা। তাতেই গড়লেন নতুন রেকর্ড।
ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি এক ইনিংসে ৫ উইকেট এখন অশ্বিনের। এই রেকর্ডে তিনি টপকে গেলেন অনিল কুম্বলেকে (৩৫)। আর সব মিলিয়ে এই রেকর্ডে মুত্তিয়া মুরালিধরন (৬৭) ও শেন ওয়ার্নের (৩৭) পর অশ্বিনের অবস্থান। তাঁর সমান ৩৬ বার ৫ উইকেট আছে স্যার রিচার্ড হ্যাডলির। তবে নিউজিল্যান্ড কিংবদন্তির এই রেকর্ড গড়তে লেগেছে ১৫০ ইনিংস, অশ্বিনের ১৮৯।
সকালের শুরুতেই কুলদীপ যাদবকে (৩০) ফিরিয়ে প্রথম পেসার ও তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন জেমস অ্যান্ডারসন। তবে ইংলিশ পেসারের সেই আনন্দ বেশিক্ষণ থাকেনি। দুপুর গড়াতেই হার নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের।
ধর্মশালা টেস্ট জিততে তিন দিনও লাগল না ভারতের। সফরকারীরা হেরেছে ইনিংস ও ৬৪ রানে। সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ হারল ৪-১ ব্যবধানে। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট জিতলেও বাকি চার টেস্টে ‘বাজবলের’ পতনই দেখা গেল। আজ দ্বিতীয় সেশনেই ১৯৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংলিশরা প্রথম ইনিংসে করেছিল ২১৮। ভারত প্রথম ইনিংসে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করে ৪৭৭ রান।
৮ উইকেটে ৪৭৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল স্বাগতিকেরা। তবে স্কোরবোর্ডে আর ৪ রান জমা পড়তেই থামে ভারতের ইনিংস। ২৭ রান নিয়ে দিন শুরু করা কুলদীপকে ফিরিয়ে টেস্টে ৭০০ উইকেটের ঘরে পা রাখেন অ্যান্ডারসন। তিন বল পর জসপ্রীত বুমরাকে (২০) ফেরান শোয়েব বশির। তৃতীয় টেস্ট খেলতে নেমে দ্বিতীয়বারের মতন ৫ উইকেট পেলেন ইংলিশ পেসার। তবে অ্যান্ডারসন ও বশিরের সেই প্রাপ্তির আনন্দ বিষাদে পরিণত করেন ইংল্যান্ড ব্যাটাররা।
২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও ভারতীয় স্পিনারদের ঘূর্ণির সামনে খাবি খেয়েছেন ইংলিশরা। স্কোরবোর্ডে ২ রান জমা পড়তেই হারায় প্রথম উইকেট। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। ৩৬ রানে ৩ উইকেট হারানো সফরকারীরা মধ্যাহ্নভোজে যায় ৫ উইকেটে ১০৩ রান নিয়ে। দ্বিতীয় সেশনে আর ৯২ রান করতেই বাকি ৫ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বেন স্টোকস বাহিনী। ভারতীয় স্পিনারদের সামনে যা একটু লড়াই করেছেন জো রুট (৮৯)। শেষ ব্যাটার হিসেবে তিনি তৃতীয় শিকার হন কুলদীপের।
তাঁর আগে ইংলিশদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সফরকারীদের প্রথম তিন ব্যাটার জ্যাক ক্রলি (০), বেন ডাকেট (২) ও ওলি পোপকে (১৯) ফেরান তিনি। এই অভিজ্ঞ স্পিনার পরে বোল্ড করেন অধিনায়ক স্টোকস (২) ও উইকেটরক্ষক বেন ফোকসকে (২)। ধর্মশালা টেস্টে দুই ইনিংস মিলিয়ে অশ্বিন নিয়েছেন ৯ উইকেট, কুলদীপের শিকার ৮টি। এই সিরিজে টেস্টে ৫০০ উইকেট পাওয়া অশ্বিন ৩৬তম বারের মতন এক ইনিংসে পেলেন ৫ উইকেটের দেখা। তাতেই গড়লেন নতুন রেকর্ড।
ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি এক ইনিংসে ৫ উইকেট এখন অশ্বিনের। এই রেকর্ডে তিনি টপকে গেলেন অনিল কুম্বলেকে (৩৫)। আর সব মিলিয়ে এই রেকর্ডে মুত্তিয়া মুরালিধরন (৬৭) ও শেন ওয়ার্নের (৩৭) পর অশ্বিনের অবস্থান। তাঁর সমান ৩৬ বার ৫ উইকেট আছে স্যার রিচার্ড হ্যাডলির। তবে নিউজিল্যান্ড কিংবদন্তির এই রেকর্ড গড়তে লেগেছে ১৫০ ইনিংস, অশ্বিনের ১৮৯।
বেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩২ মিনিট আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
১ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
৩ ঘণ্টা আগে