Ajker Patrika

ভারতের ৯২ বছরের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন কুলদীপ

ভারতের ৯২ বছরের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন কুলদীপ

ধর্মশালা টেস্টে প্রথম দিনেই স্পিনাররা যেভাবে সুবিধা পেলেন সেটি অবাক করার মতো। সারা দিনে যে ১১ উইকেট পড়েছে সব কটা গেছে স্পিনারদের পকেটে। তার মধ্যে ৯ উইকেটই নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। তাঁদের সামনে চোখে সর্ষে ফুল দেখেছে ইংলিশ ব্যাটাররা। প্রথম ইনিংসে করতে পেরেছে ২১৮ রান। 

ইংল্যান্ডের প্রথম চার উইকেট—ওপেনার বেন ডাকেট (২৭), ওলি পোপ (১১), ক্রলি (৭৯) ও জনি বেয়ারস্টোকে (২৯) ফেরান কুলদীপ। পরে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অধিনায়ক বেন স্টোকসকেও (০)। মাত্র ১২তম টেস্ট খেলতে নেমেই উইকেটে ফিফটি করা কুলদীপ চতুর্থ তমবারের মতো পেলেন এক ইনিংসে ৫ উইকেটের দেখা। 

১৫ ওভারে ৭২ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার পথে কুলদীপ গড়েছেন নতুন রেকর্ডও। ভারতের ৯২ বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৫০ উইকেট নিয়েছেন তিনি। এই কীর্তি গড়তে কুলদীপের লেগেছে ১৮৭১ বল। ভারতের হয়ে আর কেউ ২০০০ বলের নিচে উইকেটের ফিফটি করতে পারেননি। 

এই মাইলফলক ছুঁতে অক্ষর প্যাটেলের লেগেছিল ২২০৫ বল আর জসপ্রীত বুমরার ২৫২০। কুলদীপ আজ ছাড়িয়ে গেলেন তাঁদের। তাঁর বর্তমান টেস্ট উইকেট সংখ্যা ৫১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত