ওয়েস্ট হামেও পয়েন্ট হারাল লিভারপুল, ক্লপ-সালাহর উত্তপ্ত বাক্য বিনিময়
মৌসুমের শেষ দিকে এসে শিরোপার জন্য প্রিমিয়ার লিগে যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল, সেখানে লিভারপুলকে এখন হিসেবের বাইরেই রাখতে হচ্ছে। গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে হারের পর লিগ পুনরুদ্ধারের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে অলরেডদের। যেটুকু আশা ছিল ইয়ুর্গেন ক্লপের, সেটিও যেন আজ শেষ হয়ে গেল।