মৌসুমের মাঝপথে এসে খেই হারিয়ে ফেলা এ আর নতুন কী আর্সেনালের। এবারও হুট করে ছন্নছাড়া ফুটবল খেলে ছাড়তে হয়েছে শীর্ষস্থান। লিগে আগের পাঁচ ম্যাচের মধ্যে গানারদের জয় মাত্র ১টি। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের দুই ম্যাচে হার। সেই দুঃখ ভুলে মিকেল আর্তেতার দল গতকাল পেয়েছে বড় জয়। নিজেদের মাঠে এমিরেটসে আর্সেনাল ৫-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এই জয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এসেছে তারা।
গানারদের গোল উৎসবের শুরুটা করেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। ১১ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে জটলার ভেতর থেকে হেডে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক। ৩৭ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। তবে এবার প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসনের আত্মঘাতী গোলে। বুকায়ো সাকার কর্নার ফেরাতে গিয়ে বল তাঁর মাথায় লেগে ঢুকে যায় জালে।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে আর্তেতার শিষ্যরা। ৫৯ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্যবধানটা ৩-০ করে নেয় আর্সেনাল। হেসেখেলে সেই ব্যবধান নিয়েই যখন তারা শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই ট্রোসার্ডের পরিবর্তে ৬৯ মিনিটে বদলি নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ঝলক। আর্সেনালের শেষ গোল দুটি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। তাও একেবারে শেষ মুহূর্তে। যোগ করা চতুর্থ ও পঞ্চম মিনিটে।
আরও কিছুক্ষণ সময় পেলে মার্তিনেল্লি হ্যাটট্রিক করত বলে মনে করেন তাঁর স্বদেশি গ্যাব্রিয়েল। আর্সেনালের প্রথম গোলদাতা ম্যাচে শেষে বলেছেন, ‘দলের হয়ে গোল করতে পেরে আমি খুবই খুশি। আমি মনে করি, আর এক মিনিট সময় পেলে সে তিন গোল করত।’ আর মার্তিনেল্লির কথা, দলের জন্য আমি খুবই আনন্দিত। আমার মনে হয়, আমাদের এমন পারফরম্যান্সই দরকার। যদি এক, দুই বা তিন মিনিটও খেলি, আমি দলের সাহায্যের জন্য আছি।’
মৌসুমের মাঝপথে এসে খেই হারিয়ে ফেলা এ আর নতুন কী আর্সেনালের। এবারও হুট করে ছন্নছাড়া ফুটবল খেলে ছাড়তে হয়েছে শীর্ষস্থান। লিগে আগের পাঁচ ম্যাচের মধ্যে গানারদের জয় মাত্র ১টি। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের দুই ম্যাচে হার। সেই দুঃখ ভুলে মিকেল আর্তেতার দল গতকাল পেয়েছে বড় জয়। নিজেদের মাঠে এমিরেটসে আর্সেনাল ৫-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এই জয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এসেছে তারা।
গানারদের গোল উৎসবের শুরুটা করেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। ১১ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে জটলার ভেতর থেকে হেডে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক। ৩৭ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। তবে এবার প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসনের আত্মঘাতী গোলে। বুকায়ো সাকার কর্নার ফেরাতে গিয়ে বল তাঁর মাথায় লেগে ঢুকে যায় জালে।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে আর্তেতার শিষ্যরা। ৫৯ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্যবধানটা ৩-০ করে নেয় আর্সেনাল। হেসেখেলে সেই ব্যবধান নিয়েই যখন তারা শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই ট্রোসার্ডের পরিবর্তে ৬৯ মিনিটে বদলি নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ঝলক। আর্সেনালের শেষ গোল দুটি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। তাও একেবারে শেষ মুহূর্তে। যোগ করা চতুর্থ ও পঞ্চম মিনিটে।
আরও কিছুক্ষণ সময় পেলে মার্তিনেল্লি হ্যাটট্রিক করত বলে মনে করেন তাঁর স্বদেশি গ্যাব্রিয়েল। আর্সেনালের প্রথম গোলদাতা ম্যাচে শেষে বলেছেন, ‘দলের হয়ে গোল করতে পেরে আমি খুবই খুশি। আমি মনে করি, আর এক মিনিট সময় পেলে সে তিন গোল করত।’ আর মার্তিনেল্লির কথা, দলের জন্য আমি খুবই আনন্দিত। আমার মনে হয়, আমাদের এমন পারফরম্যান্সই দরকার। যদি এক, দুই বা তিন মিনিটও খেলি, আমি দলের সাহায্যের জন্য আছি।’
বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই যুগ ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে সময় লেগেছিল চার বছরের বেশি। এই দীর্ঘ পথচলায় টেস্টে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলকে হারানোর কিছু সাফল্য এসেছে
১ ঘণ্টা আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাই মেয়েদের বিপক্ষে
২ ঘণ্টা আগেজিম্বাবুয়ে আর সিলেট দুটোই যেন প্রিয় তাইজুল ইসলামের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪১টি করে উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। কাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ তাইজুলকেও দেখা যেতে পারে একাদশে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
৪ ঘণ্টা আগে