Ajker Patrika

অলরডদের শীর্ষস্থানে ফিরতে দিল না রেড ডেভিলরা 

অলরডদের শীর্ষস্থানে ফিরতে দিল না রেড ডেভিলরা 

জিতলেই হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে পারত লিভারপুল। কিন্তু তাদের চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সেটি সহ্য হবে কেন! অলরেডদের শীর্ষে ফিরতে দিল না রেড ডেভিলরা। 

আজ রাতে এগিয়ে থেকে বিরতিতে গিয়েও জেতা হলো লিভারপুলের। ফেরা হলো না চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। শিরোপা জয়ের পথে অলরেডদের আবারও কঠিন সমীকরণে ফেলে দিল ইউনাইটেড। লিগে নিজেদের আগের ম্যাচে চেলসির কাছে শেষ মুহূর্তে হারলেও গত রাতে নর্থওয়েস্ট ডার্বিতে ২-২ গোলে ড্র করেছে এরিক টেন হাগের দল। 

আগের দিন ব্রাইটনকে তাদের মাঠে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থানে ফিরেছিল আর্সেনাল। লিভারপুলের ড্রয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল গানাররা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তিনে থাকা গত তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। ইউনাইটেড ৪৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে। 

গতকাল ডারউইন নুনেজের পাস থেকে ২৩ মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর সমতায় ফেরে ইউনাইটেড। ৫০ মিনিটে গোল শোধ দেন ব্রুনো ফার্নান্দেজ। ১৭ মিনিট পর ঘরের সমর্থকদের আবারও আনন্দের উপলক্ষ এনে দেন কোবি মাইনো। তবে লিগের গুরুত্বপূর্ণ সময়ে হারতে বসা লিভারপুলকে উদ্ধার করেন মোহামেদ সালাহ। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন মিসরীয় ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত