Ajker Patrika

অলরডদের শীর্ষস্থানে ফিরতে দিল না রেড ডেভিলরা 

অলরডদের শীর্ষস্থানে ফিরতে দিল না রেড ডেভিলরা 

জিতলেই হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে পারত লিভারপুল। কিন্তু তাদের চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সেটি সহ্য হবে কেন! অলরেডদের শীর্ষে ফিরতে দিল না রেড ডেভিলরা। 

আজ রাতে এগিয়ে থেকে বিরতিতে গিয়েও জেতা হলো লিভারপুলের। ফেরা হলো না চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। শিরোপা জয়ের পথে অলরেডদের আবারও কঠিন সমীকরণে ফেলে দিল ইউনাইটেড। লিগে নিজেদের আগের ম্যাচে চেলসির কাছে শেষ মুহূর্তে হারলেও গত রাতে নর্থওয়েস্ট ডার্বিতে ২-২ গোলে ড্র করেছে এরিক টেন হাগের দল। 

আগের দিন ব্রাইটনকে তাদের মাঠে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থানে ফিরেছিল আর্সেনাল। লিভারপুলের ড্রয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল গানাররা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তিনে থাকা গত তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। ইউনাইটেড ৪৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে। 

গতকাল ডারউইন নুনেজের পাস থেকে ২৩ মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর সমতায় ফেরে ইউনাইটেড। ৫০ মিনিটে গোল শোধ দেন ব্রুনো ফার্নান্দেজ। ১৭ মিনিট পর ঘরের সমর্থকদের আবারও আনন্দের উপলক্ষ এনে দেন কোবি মাইনো। তবে লিগের গুরুত্বপূর্ণ সময়ে হারতে বসা লিভারপুলকে উদ্ধার করেন মোহামেদ সালাহ। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন মিসরীয় ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত