আর্লিং হালান্ডের বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে গত দুই মৌসুম ধরেই। ম্যানচেস্টার সিটিতে আসার পর গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। রেকর্ডের পর রেকর্ড ভাঙার কারণে এরই মধ্যে ‘বিস্ট’, ‘জায়ান্ট’ তকমা পেয়ে গেছেন। গোলমেশিন হালান্ডের সঙ্গে পাল্লা দিচ্ছেন কোল পালমার।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত ৪ এপ্রিল পালমারের হ্যাটট্রিকে রোমাঞ্চকর এক জয় পায় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দেন। একই মাঠে ১৫ দিন না যেতেই গোলের বন্যা বইয়ে দিলেন পালমার। এভারটনের বিপক্ষে গত রাতে করলেন ৪ গোল। ২০২৩-২৪ প্রিমিয়ার লিগে পালমারের গোলের সংখ্যা এখন ২০। এবারের গোল্ডেন বুটের লড়াইয়ে হালান্ডের পাশে বসলেন পালমার। সিটির জার্সিতে হালান্ড চলতি মৌসুমে এরই মধ্যে করেছেন ২০ গোল।
পালমারের গোলবন্যার রাতে এভারটনকে নিয়ে ছেলেখেলা করেছে চেলসি। ৬-০ গোলের জয় পেয়েছে চেলসি। ১৩ মিনিটে পালমারের বাঁ পায়ের শটেই ব্লুজরা পায় প্রথম গোল। গোলটি করতে তাঁকে (পালমার) অ্যাসিস্ট করেন নিকোলাস জ্যাকসন। চেলসির গোলের সূচনা করা পালমার হ্যাটট্রিক পেয়ে যান ৩০ মিনিটের মধ্যেই। ১৮ মিনিটে হেডে করেন দ্বিতীয় গোল। ডান পায়ের শটে ২৯ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করা পালমার চতুর্থ গোল করেন ৬৪ মিনিটে। পেনাল্টি থেকে করা গোলটিতেই চেলসির ২১ বছর বয়সী ফুটবলার ছুঁয়ে ফেলেন হালান্ডকে। হালান্ডের রেকর্ডে ভাগ বসানোর রাতে চেলসির বাকি ২ গোল করেন জ্যাকসন ও আলফি গিলক্রিস্ট। জ্যাকসন গোল করেন ৪৪ মিনিটে। ৯০ মিনিটে গিলক্রিস্ট করেন ব্লুজদের ষষ্ঠ গোল।
হালান্ড, পালমার গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রয়েছেন ঠিকই। তবে দলীয় পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে দুজন একই সমান্তরালে চলতে পারছেন না। ৩১ ম্যাচে ১৩ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে চেলসির পয়েন্ট এখন ৪৭। পয়েন্ট তালিকায় ব্লুজরা ৯ নম্বরে। হালান্ডের ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩২ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল, লিভারপুল দল দুটি সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলই খেলেছে ৩২ ম্যাচ। লিভারপুল, আর্সেনাল দল দুটির পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আর্সেনাল, যেখানে লিভারপুলের জার্সিতে মোহামেদ সালাহ ১৭ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টক্কর দিচ্ছেন হালান্ডদের সঙ্গে।
২০২৩-২৪ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয় গোলদাতা
গোল ক্লাব
আর্লিং হালান্ড ২০ ম্যানচেস্টার সিটি
কোল পালমার ২০ চেলসি
ওলি ওয়াটকিনস ১৯ অ্যাস্টন ভিলা
আলেকজান্ডার ইসাক ১৭ নিউক্যাসল
ডোমিনিক সোলাঙ্কি ১৭ বোর্নমাউথ
মোহামেদ সালাহ ১৭ লিভারপুল
আর্লিং হালান্ডের বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে গত দুই মৌসুম ধরেই। ম্যানচেস্টার সিটিতে আসার পর গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। রেকর্ডের পর রেকর্ড ভাঙার কারণে এরই মধ্যে ‘বিস্ট’, ‘জায়ান্ট’ তকমা পেয়ে গেছেন। গোলমেশিন হালান্ডের সঙ্গে পাল্লা দিচ্ছেন কোল পালমার।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত ৪ এপ্রিল পালমারের হ্যাটট্রিকে রোমাঞ্চকর এক জয় পায় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দেন। একই মাঠে ১৫ দিন না যেতেই গোলের বন্যা বইয়ে দিলেন পালমার। এভারটনের বিপক্ষে গত রাতে করলেন ৪ গোল। ২০২৩-২৪ প্রিমিয়ার লিগে পালমারের গোলের সংখ্যা এখন ২০। এবারের গোল্ডেন বুটের লড়াইয়ে হালান্ডের পাশে বসলেন পালমার। সিটির জার্সিতে হালান্ড চলতি মৌসুমে এরই মধ্যে করেছেন ২০ গোল।
পালমারের গোলবন্যার রাতে এভারটনকে নিয়ে ছেলেখেলা করেছে চেলসি। ৬-০ গোলের জয় পেয়েছে চেলসি। ১৩ মিনিটে পালমারের বাঁ পায়ের শটেই ব্লুজরা পায় প্রথম গোল। গোলটি করতে তাঁকে (পালমার) অ্যাসিস্ট করেন নিকোলাস জ্যাকসন। চেলসির গোলের সূচনা করা পালমার হ্যাটট্রিক পেয়ে যান ৩০ মিনিটের মধ্যেই। ১৮ মিনিটে হেডে করেন দ্বিতীয় গোল। ডান পায়ের শটে ২৯ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করা পালমার চতুর্থ গোল করেন ৬৪ মিনিটে। পেনাল্টি থেকে করা গোলটিতেই চেলসির ২১ বছর বয়সী ফুটবলার ছুঁয়ে ফেলেন হালান্ডকে। হালান্ডের রেকর্ডে ভাগ বসানোর রাতে চেলসির বাকি ২ গোল করেন জ্যাকসন ও আলফি গিলক্রিস্ট। জ্যাকসন গোল করেন ৪৪ মিনিটে। ৯০ মিনিটে গিলক্রিস্ট করেন ব্লুজদের ষষ্ঠ গোল।
হালান্ড, পালমার গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রয়েছেন ঠিকই। তবে দলীয় পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে দুজন একই সমান্তরালে চলতে পারছেন না। ৩১ ম্যাচে ১৩ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে চেলসির পয়েন্ট এখন ৪৭। পয়েন্ট তালিকায় ব্লুজরা ৯ নম্বরে। হালান্ডের ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩২ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল, লিভারপুল দল দুটি সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলই খেলেছে ৩২ ম্যাচ। লিভারপুল, আর্সেনাল দল দুটির পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আর্সেনাল, যেখানে লিভারপুলের জার্সিতে মোহামেদ সালাহ ১৭ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টক্কর দিচ্ছেন হালান্ডদের সঙ্গে।
২০২৩-২৪ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয় গোলদাতা
গোল ক্লাব
আর্লিং হালান্ড ২০ ম্যানচেস্টার সিটি
কোল পালমার ২০ চেলসি
ওলি ওয়াটকিনস ১৯ অ্যাস্টন ভিলা
আলেকজান্ডার ইসাক ১৭ নিউক্যাসল
ডোমিনিক সোলাঙ্কি ১৭ বোর্নমাউথ
মোহামেদ সালাহ ১৭ লিভারপুল
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
২৪ মিনিট আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। আগামী সেপ্টেম্বরেই হবে এই টুর্নামেন্ট। তবে বদলে গেল ভেন্যু। এশিয়া কাপ হচ্ছে না ভারতে, নতুন ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। অবশ্য আমিরাতে হবে
২৬ মিনিট আগেনারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
১ ঘণ্টা আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১ ঘণ্টা আগে