Ajker Patrika

হালান্ড ও সনের হ্যাটট্রিক, আবারও রিয়ালকে জেতালেন বেলিংহাম

হালান্ড ও সনের হ্যাটট্রিক, আবারও রিয়ালকে জেতালেন বেলিংহাম

ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে গোলের বন্যা বইয়ে দিয়ে ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে হারিয়ে প্রথমবারের উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। সেই স্বীকৃতির পর প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করলেন নরওয়েজীয় স্ট্রাইকার। নিজেদের মাঠ ইতিহাদে সিটিও ৫-১ গোলে হারিয়েছে ফুলহামকে। এ নিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে টানা চার ম্যাচে জিতল গত তিনবারের চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে পেপ গার্দিওলার দলও আছে শীর্ষে। 

আজ রাতে লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে টটেনহামও। বার্নলির বিপক্ষে তাদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও সন হিয়ুং-মিনের হ্যাটট্রিকে ৫-২ গোলে জিতেছে স্পার্সরা। ১৬,৬৩ ও ৬৬ মিনিটে গোল তিনটি করেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে তারা। সিটি ও স্পার্সরা জয় পেলেও দুই ম্যাচ পর আবারও হেরেছে চেলসি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলের হারে পয়েন্ট তালিকার ১১ তম স্থানে ব্লুজরা। 

লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে পিছিয়ে থেকেও হেতাফের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আবারও লস ব্লাঙ্কোসদের জিতিয়েছেন জুড বেলিংহাম। রিয়ালের হয়ে লা লিগায় অভিষেকেই চার ম্যাচ খেলে প্রত্যেকটিতে গোল করলেন ইংলিশ মিডফিল্ডার। এর আগের ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে বেলিংহামের একমাত্র গোলে জিতেছিল রিয়াল। স্বস্তির জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কার্লো আনচেলত্তির শিষ্যরাও। 

এক নজরে ফলাফল
ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটি ৪-১ ফুলহাম
চেলসি ০-১ নটিংহ্যাম ফরেস্ট
বার্নলি ১-৫ টটেনহাম

লা লিগা
রিয়াল মাদ্রিদ ১-১ হেতাফে

সিরি আ
রোমা ১-২ মিলান

বুন্দেসলিগা 
ডর্টমুন্ড ২-২ হেইডেনহেইম

লিগ ওয়ান
নঁতে ১-১ মার্শেই

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত