মৌসুমের শেষ দিকে এসে শিরোপার জন্য প্রিমিয়ার লিগে যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল, সেখানে লিভারপুলকে এখন হিসেবের বাইরেই রাখতে হচ্ছে। গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে হারের পর লিগ পুনরুদ্ধারের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে অলরেডদের। যেটুকু আশা ছিল ইয়ুর্গেন ক্লপের, সেটিও যেন আজ শেষ হয়ে গেল।
ওয়েস্ট হামেও হোঁচট খেয়েছে লিভারপুল। ড্র করেছে বসেছে ২-২ গোলে। লন্ডন স্টেডিয়ামে ৪৩ মিনিটে জারোড ব্রাউনের গোলে পিছিয়ে পড়েছিল অলরেডরা। তবে বিরতি থেকে ফেরার তিন মিনিটের মধ্যে ব্যবধানটা সমতায় আনে ক্লপের দল। ৬৫ মিনিটে এগিয়েও গিয়েছিল তারা। আত্মঘাতী গোল হজম করে বসে ওয়েস্ট হাম। তবে ডেভিড ময়েসের দল হার এড়িয়েছে ৭৭ মিনিটের গোলে।
এই ড্রয়ে ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আগামীকাল নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালকে আতিথেয়তা দেবে টটেনহাম। স্পার্সদের হারাতে পারলে শীর্ষস্থানটা আরেকটু মজবুত করতে পারবে গানাররা।
আগামীকাল মাঠে নামছে সিটিও। নটিংহাম ফরেস্টের বিপক্ষে তাদের মাঠে জিতলে আর আর্সেনাল যদি টটেনহামের বিপক্ষে হেরে বসে তবে রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের পথে এগিয়ে যাবে সিটিজেনরা। শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল।
এভারটনের বিপক্ষে হারের পর আশা না হারানো ক্লপ শিরোপা দৌড়ে টিকে থাকতে চেয়েছিলেন, আর্সেনাল ও সিটির বিপর্যয়। সেটি যদি আজ রাতে ঘটে তবে অলরেডরা আবারও আশায় বুক বাঁধতে পারে। কিন্ত মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট বিসর্জন দিয়ে আবারও শিরোপা দৌড়ে ফেরাটা যে বেশ কঠিন। অ্যানফিল্ডের নিজের শেষ মৌসুমে হয়তো খালি হাতেই থাকতে হতে পারে ক্লপকে।
তবে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে ক্লপের সঙ্গে মোহামেদ সালাহর তিক্ত দৃশ্যই দেখা গেল। এভারটনের বিপক্ষে হারের পর অ্যানফিল্ডের সাবেক ডিফেন্ডার জ্যামি ক্যারঘার সালাহ ও ডারউইন নুনেজের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে বলেছিলেন। আজ দুই ফরোয়ার্ড ছিলেন না একাদশে। সালাহ মাঠে নামেন ৭৯ মিনিটে। ততক্ষণে ম্যাচ ২-২ গোলে সমতায়। তার আগেই মাঠে নামার জন্য টাচলাইনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ৭৭ মিনিটে মিকেইল আন্তোনিও হেডে ওয়েস্ট হামকে সমতায় ফেরানোর পর ক্লপের দিকে তাকিয়ে উত্তপ্ত হয়ে কথা বলতে দেখা যায় সালাহকে। এ সময় মিসরীয় তারকাকে বেশ বিরক্তিও প্রকাশ করেন। ক্লপ কাছে এসে একটু দূরে সরে যাওয়ার পর সালাহকে থামানোর চেষ্টা করেন তাঁর কয়েকজন সতীর্থ।
মৌসুমের শেষ দিকে এসে শিরোপার জন্য প্রিমিয়ার লিগে যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল, সেখানে লিভারপুলকে এখন হিসেবের বাইরেই রাখতে হচ্ছে। গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে হারের পর লিগ পুনরুদ্ধারের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে অলরেডদের। যেটুকু আশা ছিল ইয়ুর্গেন ক্লপের, সেটিও যেন আজ শেষ হয়ে গেল।
ওয়েস্ট হামেও হোঁচট খেয়েছে লিভারপুল। ড্র করেছে বসেছে ২-২ গোলে। লন্ডন স্টেডিয়ামে ৪৩ মিনিটে জারোড ব্রাউনের গোলে পিছিয়ে পড়েছিল অলরেডরা। তবে বিরতি থেকে ফেরার তিন মিনিটের মধ্যে ব্যবধানটা সমতায় আনে ক্লপের দল। ৬৫ মিনিটে এগিয়েও গিয়েছিল তারা। আত্মঘাতী গোল হজম করে বসে ওয়েস্ট হাম। তবে ডেভিড ময়েসের দল হার এড়িয়েছে ৭৭ মিনিটের গোলে।
এই ড্রয়ে ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আগামীকাল নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালকে আতিথেয়তা দেবে টটেনহাম। স্পার্সদের হারাতে পারলে শীর্ষস্থানটা আরেকটু মজবুত করতে পারবে গানাররা।
আগামীকাল মাঠে নামছে সিটিও। নটিংহাম ফরেস্টের বিপক্ষে তাদের মাঠে জিতলে আর আর্সেনাল যদি টটেনহামের বিপক্ষে হেরে বসে তবে রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের পথে এগিয়ে যাবে সিটিজেনরা। শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল।
এভারটনের বিপক্ষে হারের পর আশা না হারানো ক্লপ শিরোপা দৌড়ে টিকে থাকতে চেয়েছিলেন, আর্সেনাল ও সিটির বিপর্যয়। সেটি যদি আজ রাতে ঘটে তবে অলরেডরা আবারও আশায় বুক বাঁধতে পারে। কিন্ত মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট বিসর্জন দিয়ে আবারও শিরোপা দৌড়ে ফেরাটা যে বেশ কঠিন। অ্যানফিল্ডের নিজের শেষ মৌসুমে হয়তো খালি হাতেই থাকতে হতে পারে ক্লপকে।
তবে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে ক্লপের সঙ্গে মোহামেদ সালাহর তিক্ত দৃশ্যই দেখা গেল। এভারটনের বিপক্ষে হারের পর অ্যানফিল্ডের সাবেক ডিফেন্ডার জ্যামি ক্যারঘার সালাহ ও ডারউইন নুনেজের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে বলেছিলেন। আজ দুই ফরোয়ার্ড ছিলেন না একাদশে। সালাহ মাঠে নামেন ৭৯ মিনিটে। ততক্ষণে ম্যাচ ২-২ গোলে সমতায়। তার আগেই মাঠে নামার জন্য টাচলাইনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ৭৭ মিনিটে মিকেইল আন্তোনিও হেডে ওয়েস্ট হামকে সমতায় ফেরানোর পর ক্লপের দিকে তাকিয়ে উত্তপ্ত হয়ে কথা বলতে দেখা যায় সালাহকে। এ সময় মিসরীয় তারকাকে বেশ বিরক্তিও প্রকাশ করেন। ক্লপ কাছে এসে একটু দূরে সরে যাওয়ার পর সালাহকে থামানোর চেষ্টা করেন তাঁর কয়েকজন সতীর্থ।
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
১ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
২ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৩ ঘণ্টা আগে