
সৌদি প্রো লিগে অম্লমধুর এক দিন পার করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সাত নম্বর জার্সিধারী। চোখধাঁধানো এক গোলে সেই হতাশা ঢাকতেও বেশি সময় নেননি। এরপর হলুদ কার্ডও দেখেছেন তিনি।

বয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।

ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপ ছেড়েছেন অনেক আগে। সৌদি আরবের আল নাসরে এরই মধ্যে ২৮ মাস কাটিয়ে দিয়েছেন। একের পর এক গোল করছেন তিনি। এবার পর্তুগিজ ফরোয়ার্ডের সৌদি ছেড়ে ব্রাজিলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

২-০ গোলে এগিয়ে থেকে ৩-২ গোলে পরাজয়—এমনটা যে ফুটবলে কখনো হয় না তা নয়। আল নাসরের সঙ্গে গতকাল ঘটেছে এমনটা। তাতে সৌদি প্রো লিগে শিরোপা জয় এক রকম অসম্ভব হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো-সাদিও মানের আল নাসরের জন্য।