Ajker Patrika

এভাবে শিরোপা হাতছাড়া হওয়ায় ক্ষুদ্ধ রোনালদো

এভাবে শিরোপা হাতছাড়া হওয়ায় ক্ষুদ্ধ রোনালদো

মঞ্চটা ছিল আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় মেজর শিরোপা জয়ের।  কিন্তু হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। শিরোপা আর জেতা হলো না আল নাসরের। হতাশায় সতীর্থদের প্রতি মাঠেই রাগ ঝাড়েন রোনালদো। 

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে গত রাতে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ৪৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আল নাসর খেই হারানো শুরু করে দ্বিতীয়ার্ধে। ৫৫ থেকে ৭২—এই ১৭ মিনিটে ৪ গোল করে আল হিলাল। যেখানে জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রোভিচ এবং একটি করে গোল করেন ম্যালকম ও সার্জেজ আলেক্সান্দার মিত্রভিচ। একের পর এক গোল হজম করায় সতীর্থদের ওপর বেশ খেপে যান রোনালদো। ঘুমানোর মতো ভান করে সতীর্থদের যেন বোঝাতে চেয়েছেন ফাইনালে হঠাৎ করে খেই হারানোর মানে কী। 
  
হঠাৎই খেই হারানো আল নাসরকে  ৪-১ গোলে হারিয়ে পঞ্চম সৌদি সুপার কাপের শিরোপা জেতে আল হিলাল। এই আল হিলাল যে রোনালদোদের শিরোপা জয়ের কাঁটা। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা খোয়াতে হয়েছে  হয়েছে আল নাসরকে। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও আল নাসরকে কাঁদিয়েছিল আল হিলাল।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের জার্সিতে পথচলা শুরু রোনালদো। দেড় বছরে সৌদি ক্লাবটির ক্যারিয়ারে খেলেছেন ৬৬ ম্যাচ। ৬০ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। সৌদিতে প্রথমবার এসেই জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত