ক্রীড়া ডেস্ক
শেষ বাঁশি বাজার অপেক্ষা। ঠিক তার আগমুহূর্তে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আল নাসর। এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যে ক্লাবের হয়ে আগে কখনো পেনাল্টিতে ব্যর্থ হননি পর্তুগিজ সুপারস্টার। আত্মবিশ্বাসী ভঙ্গিতেই শট নিলেন তিনি। বল উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে।
দুহাত দিয়ে মুখ ঢাকলেন রোনালদো। তবু চরম হতাশা লুকাতে পারেননি। আল তাউয়ুনের কাছে ১-০ গোলের এ হারই যে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিল আল নাসর।
গতকাল রাতে নিজেদের মাঠ আল আউয়াল পার্কে বল দখল, গোলের লক্ষ্য শট নেওয়া, সবকিছুতেই দাপট দেখিয়েছে আল নাসর। কিন্তু গোলের খেলায় কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। গোলের জন্য ১৫টি শট নেয় নাসর। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ৬৫ শতাংশ বল ছিল তাদের দখলে।
আক্রমণের পসরা সাজিয়েও গোলশূন্যয় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও গোল পেতে কিছু সময় লেগেছে আল তাউয়ুনের। ৭১ মিনিটে গোল করে এগিয়ে নেন ডিফেন্ডার ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। হতাশায় মুখ ঢাকা রোনালদোকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সতীর্থরা। আল নাসরে যোগ দেওয়ার পর আগের ১৮ পেনাল্টির সব কটিতেই গোল করেছিলেন রোনালদো। প্রথম ব্যর্থতায় দল ছিটকে গেল টুর্নামেন্ট থেকেই।
শেষ বাঁশি বাজার অপেক্ষা। ঠিক তার আগমুহূর্তে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আল নাসর। এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যে ক্লাবের হয়ে আগে কখনো পেনাল্টিতে ব্যর্থ হননি পর্তুগিজ সুপারস্টার। আত্মবিশ্বাসী ভঙ্গিতেই শট নিলেন তিনি। বল উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে।
দুহাত দিয়ে মুখ ঢাকলেন রোনালদো। তবু চরম হতাশা লুকাতে পারেননি। আল তাউয়ুনের কাছে ১-০ গোলের এ হারই যে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিল আল নাসর।
গতকাল রাতে নিজেদের মাঠ আল আউয়াল পার্কে বল দখল, গোলের লক্ষ্য শট নেওয়া, সবকিছুতেই দাপট দেখিয়েছে আল নাসর। কিন্তু গোলের খেলায় কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। গোলের জন্য ১৫টি শট নেয় নাসর। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ৬৫ শতাংশ বল ছিল তাদের দখলে।
আক্রমণের পসরা সাজিয়েও গোলশূন্যয় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও গোল পেতে কিছু সময় লেগেছে আল তাউয়ুনের। ৭১ মিনিটে গোল করে এগিয়ে নেন ডিফেন্ডার ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। হতাশায় মুখ ঢাকা রোনালদোকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সতীর্থরা। আল নাসরে যোগ দেওয়ার পর আগের ১৮ পেনাল্টির সব কটিতেই গোল করেছিলেন রোনালদো। প্রথম ব্যর্থতায় দল ছিটকে গেল টুর্নামেন্ট থেকেই।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে