প্রিন্স সুলতান বিন আজিজ স্টেডিয়ামে গত রাতটা ছিল রোনালদোময়। আল নাসর-আল তাওউন নয়, লড়াইটা যে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল তাওউনের। আল নাসরের জয়ের পর নেইমারের আল হিলালকে এক রকম হুমকি দিয়ে রাখলেন রোনালদো।
আল নাসর-আল তাওউন গত রাতের ম্যাচটি ছিল সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল। আল তাওউনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আল নাসর। দুটি গোলেই অবদান রয়েছে রোনালদো। ৮ মিনিটে রোনালদোর পাস থেকে অ্যাসিস্ট করেন আয়মান ইয়াহিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। রোনালদো জাল খুঁজে পান দ্বিতীয়ার্ধে দ্রুত সময়েই। সুলতান আল ঘান্নামের পাস রিসিভ করে ডান পাশের কর্ণার ঘেঁষে গোল করেন রোনালদো। প্রতিযোগিতামূলক ক্যারিয়ারের ৮৯৬ তম গোল করে ‘সিউ’ উদযাপন করেন। ফাইনালে এখন আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। সেমিফাইনালে আল নাসর জেতার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘আমরা আসছি সুপার কাপের ফাইনালে।’
আল নাসর গত রাতে ১০ জনের দলে পরিণত হয়েছে একেবারে শেষ সময়ে এসে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে লাল কার্ড দেখেন দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। বাংলাদেশ সময় পরশু রাত ১০টা ১৫ মিনিটে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে আল নাসর ও আল হিলাল। শিরোপা নির্ধারিত ম্যাচটিও হবে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে।
রোনালদোর সামনে এবার আল নাসরের জার্সিতে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন, যা ছিল সৌদি ক্লাবের জার্সিতে তাঁর প্রথম শিরোপা। আল নাসরেরও সেটি প্রথম কোনো মেজর শিরোপা।
প্রিন্স সুলতান বিন আজিজ স্টেডিয়ামে গত রাতটা ছিল রোনালদোময়। আল নাসর-আল তাওউন নয়, লড়াইটা যে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল তাওউনের। আল নাসরের জয়ের পর নেইমারের আল হিলালকে এক রকম হুমকি দিয়ে রাখলেন রোনালদো।
আল নাসর-আল তাওউন গত রাতের ম্যাচটি ছিল সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল। আল তাওউনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আল নাসর। দুটি গোলেই অবদান রয়েছে রোনালদো। ৮ মিনিটে রোনালদোর পাস থেকে অ্যাসিস্ট করেন আয়মান ইয়াহিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। রোনালদো জাল খুঁজে পান দ্বিতীয়ার্ধে দ্রুত সময়েই। সুলতান আল ঘান্নামের পাস রিসিভ করে ডান পাশের কর্ণার ঘেঁষে গোল করেন রোনালদো। প্রতিযোগিতামূলক ক্যারিয়ারের ৮৯৬ তম গোল করে ‘সিউ’ উদযাপন করেন। ফাইনালে এখন আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। সেমিফাইনালে আল নাসর জেতার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘আমরা আসছি সুপার কাপের ফাইনালে।’
আল নাসর গত রাতে ১০ জনের দলে পরিণত হয়েছে একেবারে শেষ সময়ে এসে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে লাল কার্ড দেখেন দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। বাংলাদেশ সময় পরশু রাত ১০টা ১৫ মিনিটে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে আল নাসর ও আল হিলাল। শিরোপা নির্ধারিত ম্যাচটিও হবে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে।
রোনালদোর সামনে এবার আল নাসরের জার্সিতে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন, যা ছিল সৌদি ক্লাবের জার্সিতে তাঁর প্রথম শিরোপা। আল নাসরেরও সেটি প্রথম কোনো মেজর শিরোপা।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে