Ajker Patrika

রোনালদোর ৯০০ গোল উদ্‌যাপন আল নাসর সমর্থকদের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৩৮
রোনালদোর ৯০০ গোল উদ্‌যাপন আল নাসর সমর্থকদের

৯০০ গোল! ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কে এত বেশি গোল করেছেন! ফুটবলের পরিসংখ্যান রাখার পর পর্তুগিজ ফরোয়ার্ডের চেয়ে বেশি গোল করতে পারেননি কেউ। আন্তর্জাতিক বিরতিতে গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ গোল করে প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের কীর্তি গড়েন রোনালদো। 

পরের ম্যাচে সুপার সাব হিসেবে নেমে শেষ মুহূর্তে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো গোল করে এখন হাজার গোলের গণনাও শুরু করে দিয়েছেন রোনালদো। জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে ৩৯ বছর বয়সী মহাতারকার গোল এখন ৯০১। 

সংখ্যাটা বাড়ানোর সুযোগ পেয়েছিলেন গত রাতে। তবে জালের দেখা পাননি রোনালদো। বিরতি কাটিয়ে ক্লাব ফুটবলে ফেরার ম্যাচেই গোলহীন থাকতে হলো তাঁকে। সৌদি প্রো লিগে আল নাসরও ১-১ গোলে ড্র করেছে আল আহলির সঙ্গে। বলতে গেলে হারই এড়িয়েছেন রোনালদোরা। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি। নির্ধারিত সময় শেষে যোগ করা ৯ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে ক্লাবটি। এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে টানা সপ্তম ম্যাচে এসে গোল করতে পারলেন না রোনালদো।

এই ম্যাচ দিয়ে আল আহলির হয়ে সৌদি ফুটবলে অভিষেক হলো ইভান টোনির। ব্রেন্টফোর্ডের সাবেক তারকা সতীর্থ হিসেবে পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক দুই তারকা রবের্তো ফিরমিনো-রিয়াদ মাহরেজকে। 

কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে প্রায় ২৪ হাজার দর্শকের সামনে হওয়া ম্যাচটিতে রোনালদোকে সম্মান জানিয়েছেন আল নাসর সমর্থকেরা। রোনালদোর ক্যারিয়ারের ৯০০ গোল উদ্‌যাপন করেছেন তাঁরা। প্রিয় ক্লাবের হলুদ জার্সি পরে বিশাল এক ব্যানার নিয়ে মাঠে এসেছিলেন আল নাসরের সমর্থকেরা। সেই ব্যানারে ছিল রোনালদোর ছবি। আর লেখা ছিল—৯০০ গোল। সঙ্গে প্রিয় তারকাকে ‘গোট’ বা ‘সর্বকালের সেরা’ লেখা জার্সিও উপহার দিয়েছেন রোনালদোর আল নাসর ভক্তরা। সেই জার্সির নম্বর ছিল—৯০০।

ভাগ্যগুণে শেষ মুহূর্তে হার এড়ালেও নিজের ওপর বিশ্বাস রাখছেন রোনালদো। ম্যাচ শেষে ম্যাচে নিজের ও সমর্থকদের সেই ব্যানারের ছবি পোস্ট করে আল নাসর ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন এমন—‘শেষ মুহূর্ত পর্যন্ত, বিশ্বাস রাখো!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত