চমক দেখানোতেই যে অভ্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ঘটনা, নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলার এবার দেখাতে যাচ্ছেন নতুন এক চমক।
সামাজিক মাধ্যমে রোনালদোর জনপ্রিয়তা আর নতুন করে না বললেও চলছে। ইনস্টাগ্রামে পর্তুগিজ ফরোয়ার্ডকে অনুসরণ করেন ৬৩ কোটিরও বেশি ভক্ত-সমর্থক। সেই ইনস্টাগ্রামে গত রাতে একটি রহস্যময় পোস্ট করেন রোনালদো। ভিডিও থেকে যা বোঝা গেল, ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের মাইক্রোফোনের প্রচারণা চালাচ্ছেন তিনি। অবাক হলে মানুষের চোখের যে অবস্থা হয়, সেই ইমোজি দেন পর্তুগিজ তারকা। অনেকের ধারণা, রোনালদো নতুন কোনো পডকাস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছেন।
ইনস্টাগ্রামে রোনালদোর পোস্ট করা ভিডিওতে অনেক তারকা অ্যাথলেট মজা করেছেন বিভিন্নভাবে। তাঁর (রোনালদো) রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ মার্সেলো জিজ্ঞেস করেন, ‘তুমি এখন কী করতে যাচ্ছ? আমাকে দ্রুত বল।’ মার্সেলোর মতো আগ্রহ প্রকাশ করেছেন স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা। রোনালদোর কাছে মোরাতার জিজ্ঞাসা, ‘কিসের প্রস্তুতি আপনি নিচ্ছেন?’ তারকা বক্সার কনর ম্যাকগ্রেগরও রোনালদোর ব্যাপারে কৌতূহল লুকোতে পারেননি, ‘আমরা কী করতে যাচ্ছি ভাই?’
স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—ইউরোপের চারটি ফুটবল ক্লাবে খেলে রোনালদো গত বছর পাড়ি জমান সৌদি আরবে। সৌদির আল নাসর ক্লাবের হয়ে দেড় বছরে ৬৫ ম্যাচ খেলেছেন তিনি। ৫৯ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আল নাসরের জার্সিতে গত বছরই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন রোনালদো। আল তাউয়ুনকে পরশু ২-০ গোলে হারিয়ে এবারের সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল নাসর। সেমিফাইনালের সেই ম্যাচে রোনালদো এক গোল করেছেন এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন। আল হিলালের বিপক্ষে আগামীকাল সৌদি সুপার কাপের ফাইনালে খেলবে আল নাসর।
চমক দেখানোতেই যে অভ্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ঘটনা, নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলার এবার দেখাতে যাচ্ছেন নতুন এক চমক।
সামাজিক মাধ্যমে রোনালদোর জনপ্রিয়তা আর নতুন করে না বললেও চলছে। ইনস্টাগ্রামে পর্তুগিজ ফরোয়ার্ডকে অনুসরণ করেন ৬৩ কোটিরও বেশি ভক্ত-সমর্থক। সেই ইনস্টাগ্রামে গত রাতে একটি রহস্যময় পোস্ট করেন রোনালদো। ভিডিও থেকে যা বোঝা গেল, ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের মাইক্রোফোনের প্রচারণা চালাচ্ছেন তিনি। অবাক হলে মানুষের চোখের যে অবস্থা হয়, সেই ইমোজি দেন পর্তুগিজ তারকা। অনেকের ধারণা, রোনালদো নতুন কোনো পডকাস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছেন।
ইনস্টাগ্রামে রোনালদোর পোস্ট করা ভিডিওতে অনেক তারকা অ্যাথলেট মজা করেছেন বিভিন্নভাবে। তাঁর (রোনালদো) রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ মার্সেলো জিজ্ঞেস করেন, ‘তুমি এখন কী করতে যাচ্ছ? আমাকে দ্রুত বল।’ মার্সেলোর মতো আগ্রহ প্রকাশ করেছেন স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা। রোনালদোর কাছে মোরাতার জিজ্ঞাসা, ‘কিসের প্রস্তুতি আপনি নিচ্ছেন?’ তারকা বক্সার কনর ম্যাকগ্রেগরও রোনালদোর ব্যাপারে কৌতূহল লুকোতে পারেননি, ‘আমরা কী করতে যাচ্ছি ভাই?’
স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—ইউরোপের চারটি ফুটবল ক্লাবে খেলে রোনালদো গত বছর পাড়ি জমান সৌদি আরবে। সৌদির আল নাসর ক্লাবের হয়ে দেড় বছরে ৬৫ ম্যাচ খেলেছেন তিনি। ৫৯ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আল নাসরের জার্সিতে গত বছরই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন রোনালদো। আল তাউয়ুনকে পরশু ২-০ গোলে হারিয়ে এবারের সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল নাসর। সেমিফাইনালের সেই ম্যাচে রোনালদো এক গোল করেছেন এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন। আল হিলালের বিপক্ষে আগামীকাল সৌদি সুপার কাপের ফাইনালে খেলবে আল নাসর।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে