Ajker Patrika

শিরোপাটা কি হাত থেকে তবে ফেলে দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ মে ২০২৫, ১৮: ০৭
২-০ গোলে এগিয়ে থেকেও রোনালদোর আল নাসর গতকাল ৩-২ গোলে হেরেছে। ছবি: এএফপি
২-০ গোলে এগিয়ে থেকেও রোনালদোর আল নাসর গতকাল ৩-২ গোলে হেরেছে। ছবি: এএফপি

২-০ গোলে এগিয়ে থেকে ৩-২ গোলে পরাজয়—এমনটা যে ফুটবলে কখনো হয় না তা নয়। আল আওয়াল পার্কে আল নাসরের সঙ্গে গতকাল ঘটেছে এমনটা। তাতে সৌদি প্রো লিগে শিরোপা জয় এক রকম অসম্ভব হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো-সাদিও মানের আল নাসরের জন্য।

আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হেরে যাওয়ায় ৩০ ম্যাচ শেষে আল নাসরের ৬০ পয়েন্ট হয়েই রইল। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকায় রোনালদোর দল অবস্থান করছে চার নম্বরে। ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আল ইত্তিহাদ। দুই ও তিনে থাকা আল হিলাল ও আল আহলি সৌদির পয়েন্ট ৬৫ ও ৬১। সবাই ৩০টি করে ম্যাচ খেলেছে।

সৌদি প্রো লিগে দলগুলোর প্রত্যেকে খেলবে ৩৪টি করে ম্যাচ। রোনালদোর দলের শিরোপা জিততে হলে হাতে থাকা চার ম্যাচের চারটিই জিততে হবে। সেক্ষেত্রে আল ইত্তিহাদের হাতে থাকা সবগুলো ম্যাচ হারতে হবে। যদি কোনো এক ম্যাচ তারা ড্র করে, সেক্ষেত্রে চলে আসবে গোল ব্যবধানের হিসেব। আর আল ইত্তিহাদ এক ম্যাচ জিতলে আল নাসরের শিরোপা জয়ের কোনো সুযোগই থাকবে না। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা দলগুলোর একে অপরের বিপক্ষে কোনো ম্যাচ নেই। আর আল ইত্তিহাদের চ্যাম্পিয়ন হতে শেষ চার ম্যাচে প্রয়োজন ৭ পয়েন্ট।

আল নাসর গত রাতে এগিয়ে যায় ৩ মিনিটেই। গোলটি করেন সাদিও মানে। আর ৩৭ মিনিটে মানের পাস থেকেই আল নাসরের দ্বিতীয় গোল করেন আয়মান ইয়াহিয়া। বিরতির পর দাপট দেখিয়ে খেলে আল ইত্তিহাদ। ৪৯ মিনিটে হেডে গোল করেন ইত্তিহাদের ফরোয়ার্ড করিম বেনজেমা। সমতায় ফিরতে বেনজেমার দলের লেগেছে ৩ মিনিট। ৫২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করেন এনগোলো কান্তে। আর নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোল করেন হুসেম আউয়ার।

রোনালদো গোলের সম্ভাবনা তৈরি করেও অবশ্য কাজে লাগাতে পারেননি। ১১ মিনিটে পেনাল্টি বক্সের বাঁ পাশ থেকে তাঁর নেওয়া শট চলে যায় ডানপাশে। পর্তুগিজ ফরোয়ার্ড না হেসে থাকতে পারেননি। পরবর্তীতে ৩-২ গোলে হেরে যাওয়ায় আল নাসরের সৌদি লিগ শিরোপা জয়ের সমীকরণ আরও জটিল হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

গ্যাসের চুলা থেকে ছড়ায় বেনজিন, ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি: গবেষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত