Ajker Patrika

হ্যাটট্রিকে গোলের ফিফটি রোনালদোর

আপডেট : ০৫ মে ২০২৪, ১২: ৪৭
হ্যাটট্রিকে গোলের ফিফটি রোনালদোর

কিংস কাপের সেমিফাইনালেই হ্যাটট্রিকটা পেতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করার মোক্ষম সুযোগ পাওয়ার পরও সেটা কাজে লাগালেন না। সতীর্থ সাদিও মানেকে স্পটকিক নেওয়ার সুযোগ দিয়ে উদারতার পরিচয় দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। 

নিজে হ্যাটট্রিক করতে অবশ্য খুব বেশি সময় নিলেন না রোনালদো। সর্বশেষ ম্যাচে উদারতার পরিচয় দেওয়ার রেশ কাটতে না কাটতেই ‘পারফেক্ট’ এক হ্যাটট্রিক পেলেন তিনি। দুই পায়ে ও হেডে গোল করাকে পারফেক্ট হ্যাটট্রিক বলা হয় ফুটবলে। বলা যায়, হ্যাটট্রিককে একরকম অভ্যাসে পরিণত করেছেন আল নাসরের অধিনায়ক। সবশেষ খেলা ৭ ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক পেয়েছেন তিনি। এবারে মৌসুমে চতুর্থ হ্যাটট্রিক তাঁর। 

সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক এটি। ম্যাচে যেভাবে গোল করে যাচ্ছেন পর্তুগাল তারকা, তাতে কে বলবে ৩৯ বছর বয়স হয়েছে তাঁর। মাঠের পারফরম্যান্স যেন জানান দিচ্ছেন তারুণ্যে ভরপুর সেই রোনালদো। গতকালের হ্যাটট্রিকে গোলের ফিফটিও পূর্ণ করেছেন তিনি। এই মৌসুমে সব মিলিয়ে ৫২ গোল করেছেন ‘সিআর সেভেন’। ম্যাচ খেলেছেন সমান ৫২টি। 

রোনালদোর হ্যাটট্রিকে গতকাল ৬-০ ব্যবধানে প্রতিপক্ষ আল ওয়েহদাকে উড়িয়ে দিয়েছে আল নাসর। দলের হয়ে বাকি তিনটি গোল করেছেন ওতাভিও, সাদিও মানে এবং মোহাম্মদ আল-ফাতিল। গোল উৎসবের শুরুটা রোনালদোই করেন। ৫ ও ১২ মিনিটে পর্তুগিজ তারকার ২ গোলের পর প্রথমার্ধে দলকে আরও ২টি গোল এনে দেন ওতাভিও এবং মানে। ১৮ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক মুনির মোহাম্মদীর মাথার ওপর দিয়ে আলতো করে ভলি করে বল জালে জড়িয়ে দেন রোনালদোর স্বদেশি ওতাভিও। 

বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ৪৫ মিনিটে গোল করেন মানে। আর ম্যাচের ৮৮ মিনিটে আল ওয়েহদার বুকে শেষ পেরেক ঢুকে দেন বদলি নামা আল-ফাতিল। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন রোনালদো। লিখেছেন, ‘দারুণ অনুভূতি। ধন্যবাদ সতীর্থ এবং সমর্থকদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত