হারের পর হাতাহাতি, ফল মেনে নিলেন আর্জেন্টিনা কোচ
সুযোগের পর সুযোগ হাতছাড়া, খেসারত তো দিতেই হবে। অলিম্পিকে ফুটবলের কোয়ার্টার ফাইনালে সেই খেসারত দিয়েই বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরুতে পিছিয়ে পড়ার পর ১৬ বার গোলের সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত ফল পায়নি আলবিসেলেস্তেরা। ফরাসি স্ট্রাইকার ফিলিপ মাতেতার করা গোলে নির্ধারণ হয়ে যায় ম্যাচের ফল।