Ajker Patrika

গ্যালারিতে মেসি, সহজ জয়ে শুরু ইন্টার মায়ামির 

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৫: ০১
গ্যালারিতে মেসি, সহজ জয়ে শুরু ইন্টার মায়ামির 

লিওনেল মেসির জাদুতেই গত বছর লিগস কাপ জেতে ইন্টার মায়ামি। মায়ামির ইতিহাসে এটা প্রথম কোনো মেজর শিরোপা। তবে শিরোপা রক্ষার অভিযানটা মেসিকে এবার দেখতে হয়েছে গ্যালারিতে বসে।

চোটে পড়ায় মেসি ছিটকে গেছেন অনির্দিষ্টকালের জন্য। ইন্টার মায়ামির জার্সিতে খেলতে না পারলেও সতীর্থদের খেলা দেখতে ঠিকই মাঠে চলে এসেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। চেজ স্টেডিয়ামের গ্যালারিতে জীবনসঙ্গিনী আন্তোনেলা রোকুজ্জোসহ মেসি ক্যামেরাবন্দী হয়েছেন। দলের জয় নিয়ে হাসিমুখে মাঠ ছাড়তে পেরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বাংলাদেশ সময় আজ সকালে লিগস কাপে গ্রুপ পর্বের ম্যাচে পিউবলাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 

পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকান ক্লাব পিউবেলার ওপর দাপট দেখিয়ে খেলেছে ইন্টার মায়ামি। ৫৯ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি নেয় ৯ শট। পিউবেলা বল দখলে রাখে ৪১ শতাংশ। মাত্র ২টি শট প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিতে পারে মেক্সিকান ক্লাব। বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি পিউবলা। 

ম্যাচ শুরুর পর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৯ মিনিটে রবার্ট টেলরের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মাতিয়াস রোহা। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেও অবশ্য লক্ষ্যভেদ করতে পারেনি মায়ামি। কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় হয়নি মায়ামির গোল। 

১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করা মায়ামির দ্বিতীয় গোল পেতে একটু দেরি হয়ে যায়। ৭২ মিনিটে এই গোল হয়েছে বার্সেলোনার দুই সাবেক ফুটবলারের যৌথ প্রযোজনায়। জর্দি আলবার অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত মায়ামির ২-০ গোলের জয় দেখে মাঠ থেকে বিদায় নিয়েছেন মেসি। লিগস কাপে মায়ামির পরবর্তী প্রতিপক্ষ টাইগার ইউএএনএল। বাংলাদেশ সময় ৪ আগস্ট সকাল ৬টায় শুরু হবে ইন্টার মায়ামি-টাইগার ইউএএনএল ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত