সুযোগের পর সুযোগ হাতছাড়া, খেসারত তো দিতেই হবে। অলিম্পিকে ফুটবলের কোয়ার্টার ফাইনালে সেই খেসারত দিয়েই বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরুতে পিছিয়ে পড়ার পর ১৬ বার গোলের সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত ফল পায়নি আলবিসেলেস্তেরা। ফরাসি স্ট্রাইকার ফিলিপ মাতেতার করা গোলে নির্ধারণ হয়ে যায় ম্যাচের ফল।
প্যারিসের বোর্দোয় অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের পাঁচ মিনিটে মাতেতার দারুণ এক গোলে এগিয়ে যায় তারা। আর্জেন্টিনা আক্রমণের পসরা সাজিয়েও গোলের দেখা পায়নি। আলভারেজ, সিমিওনে, মেদিনারা যোগ দেন গোল হাতছাড়ার মিছিলে।
জয়ের পর মাঠে শুরু হয় সংঘর্ষ। উদ্যাপনের সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোট ডাগআউটে আর্জেন্টিনার খেলোয়াড়-কোচিং স্টাফদের লক্ষ্য করে কিছু বলেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তেতে ওঠেন আর্জেন্টিনার খেলোয়াড়েরাও। ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন খেলোয়াড় ও কোচ-স্টাফরা। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন নিরাপত্তাকর্মীরা।
আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাশ্চেরানো অবশ্য এই হারকে স্বাভাবিকই বলছেন, ‘এটা নতুন কিছু না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’
মাশ্চেরানোর মতে, ফুটবল গোলের খেলা। নিজেদের বিদায়টা সহজেই মেনে নিয়েছেন সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার, ‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’
সুযোগের পর সুযোগ হাতছাড়া, খেসারত তো দিতেই হবে। অলিম্পিকে ফুটবলের কোয়ার্টার ফাইনালে সেই খেসারত দিয়েই বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরুতে পিছিয়ে পড়ার পর ১৬ বার গোলের সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত ফল পায়নি আলবিসেলেস্তেরা। ফরাসি স্ট্রাইকার ফিলিপ মাতেতার করা গোলে নির্ধারণ হয়ে যায় ম্যাচের ফল।
প্যারিসের বোর্দোয় অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের পাঁচ মিনিটে মাতেতার দারুণ এক গোলে এগিয়ে যায় তারা। আর্জেন্টিনা আক্রমণের পসরা সাজিয়েও গোলের দেখা পায়নি। আলভারেজ, সিমিওনে, মেদিনারা যোগ দেন গোল হাতছাড়ার মিছিলে।
জয়ের পর মাঠে শুরু হয় সংঘর্ষ। উদ্যাপনের সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোট ডাগআউটে আর্জেন্টিনার খেলোয়াড়-কোচিং স্টাফদের লক্ষ্য করে কিছু বলেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তেতে ওঠেন আর্জেন্টিনার খেলোয়াড়েরাও। ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন খেলোয়াড় ও কোচ-স্টাফরা। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন নিরাপত্তাকর্মীরা।
আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাশ্চেরানো অবশ্য এই হারকে স্বাভাবিকই বলছেন, ‘এটা নতুন কিছু না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’
মাশ্চেরানোর মতে, ফুটবল গোলের খেলা। নিজেদের বিদায়টা সহজেই মেনে নিয়েছেন সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার, ‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে