প্রথম ম্যাচে সেঁত-এতিয়েঁনে মরক্কোর বিপক্ষে বিতর্কিত হারে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে অনুশীলনের সময় চুরিরও শিকার হয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে আজ রাতে সেসবের কিছুটা হলেও ভুলে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টাইনরা। ইরাককে শেষ আটে ৩-১ গোলে উড়িয়ে অলিম্পিকের শেষ আটের আশাও বাঁচিয়ে রাখল তারা।
জাকজমকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হয়েছে পরশু রাত থেকে। তার দুই দিন আগে শুরু হয় ফুটবলসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা। তবে শুরুটা স্মরণীয় হয়নি আর্জেন্টিনার। মরক্কোর সমর্থকদের বিশৃঙ্খলার কারণে ২-১ গোলের হেরে কঠিন সমীকরণে পড়েছিল মাশ্চেরানোর দল। টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে জয় দরকার ছিল তাদের। সেই কাজটা সহজেই করল আর্জেন্টিনা। দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা এই জয়ে ‘বি’ গ্রুপে উঠে এল শীর্ষেও। আর্জেন্টিনার পয়েন্ট ২ ম্যাচে ৩।
ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেসের পাস থেকে জাল খুঁজে নেন থিয়াগো আলমাদা। এর ৩ মিনিট আগে তাঁর একটি ফ্রি কিক রুখে দিয়েছিলেন ইরাকের গোলরক্ষক। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে আহমেদ হাসানের পাস থেকে ইরাককে সমতায় ফেরান আয়মান হুসাইন। এর মিনিট তিনেক পর আলভারেস হাতছাড়া করেন গোলের সুযোগ।
তবে দ্বিতীয়ার্ধে ইরাককে আর তেমন সুযোগ দেয়নি আর্জেন্টিনা। ৬২ মিনিটে জেনন কেভিনের অ্যাসিস্টে ব্যবধানটা ২-১ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্ডো। এরপর আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরাক। তবে আলভারাসের অ্যাসিস্টে আর্জেন্টিনা আবারও লিড নেয় এজেকুয়েল ফার্নান্দেজের গোলে। হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে ইরাকের। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে তারা।
প্রথম ম্যাচে সেঁত-এতিয়েঁনে মরক্কোর বিপক্ষে বিতর্কিত হারে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে অনুশীলনের সময় চুরিরও শিকার হয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে আজ রাতে সেসবের কিছুটা হলেও ভুলে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টাইনরা। ইরাককে শেষ আটে ৩-১ গোলে উড়িয়ে অলিম্পিকের শেষ আটের আশাও বাঁচিয়ে রাখল তারা।
জাকজমকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হয়েছে পরশু রাত থেকে। তার দুই দিন আগে শুরু হয় ফুটবলসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা। তবে শুরুটা স্মরণীয় হয়নি আর্জেন্টিনার। মরক্কোর সমর্থকদের বিশৃঙ্খলার কারণে ২-১ গোলের হেরে কঠিন সমীকরণে পড়েছিল মাশ্চেরানোর দল। টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে জয় দরকার ছিল তাদের। সেই কাজটা সহজেই করল আর্জেন্টিনা। দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা এই জয়ে ‘বি’ গ্রুপে উঠে এল শীর্ষেও। আর্জেন্টিনার পয়েন্ট ২ ম্যাচে ৩।
ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেসের পাস থেকে জাল খুঁজে নেন থিয়াগো আলমাদা। এর ৩ মিনিট আগে তাঁর একটি ফ্রি কিক রুখে দিয়েছিলেন ইরাকের গোলরক্ষক। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে আহমেদ হাসানের পাস থেকে ইরাককে সমতায় ফেরান আয়মান হুসাইন। এর মিনিট তিনেক পর আলভারেস হাতছাড়া করেন গোলের সুযোগ।
তবে দ্বিতীয়ার্ধে ইরাককে আর তেমন সুযোগ দেয়নি আর্জেন্টিনা। ৬২ মিনিটে জেনন কেভিনের অ্যাসিস্টে ব্যবধানটা ২-১ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্ডো। এরপর আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরাক। তবে আলভারাসের অ্যাসিস্টে আর্জেন্টিনা আবারও লিড নেয় এজেকুয়েল ফার্নান্দেজের গোলে। হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে ইরাকের। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে তারা।
যা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
১০ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১০ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১১ ঘণ্টা আগেপ্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদ্যাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
১২ ঘণ্টা আগে