প্রথম ম্যাচে সেঁত-এতিয়েঁনে মরক্কোর বিপক্ষে বিতর্কিত হারে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে অনুশীলনের সময় চুরিরও শিকার হয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে আজ রাতে সেসবের কিছুটা হলেও ভুলে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টাইনরা। ইরাককে শেষ আটে ৩-১ গোলে উড়িয়ে অলিম্পিকের শেষ আটের আশাও বাঁচিয়ে রাখল তারা।
জাকজমকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হয়েছে পরশু রাত থেকে। তার দুই দিন আগে শুরু হয় ফুটবলসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা। তবে শুরুটা স্মরণীয় হয়নি আর্জেন্টিনার। মরক্কোর সমর্থকদের বিশৃঙ্খলার কারণে ২-১ গোলের হেরে কঠিন সমীকরণে পড়েছিল মাশ্চেরানোর দল। টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে জয় দরকার ছিল তাদের। সেই কাজটা সহজেই করল আর্জেন্টিনা। দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা এই জয়ে ‘বি’ গ্রুপে উঠে এল শীর্ষেও। আর্জেন্টিনার পয়েন্ট ২ ম্যাচে ৩।
ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেসের পাস থেকে জাল খুঁজে নেন থিয়াগো আলমাদা। এর ৩ মিনিট আগে তাঁর একটি ফ্রি কিক রুখে দিয়েছিলেন ইরাকের গোলরক্ষক। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে আহমেদ হাসানের পাস থেকে ইরাককে সমতায় ফেরান আয়মান হুসাইন। এর মিনিট তিনেক পর আলভারেস হাতছাড়া করেন গোলের সুযোগ।
তবে দ্বিতীয়ার্ধে ইরাককে আর তেমন সুযোগ দেয়নি আর্জেন্টিনা। ৬২ মিনিটে জেনন কেভিনের অ্যাসিস্টে ব্যবধানটা ২-১ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্ডো। এরপর আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরাক। তবে আলভারাসের অ্যাসিস্টে আর্জেন্টিনা আবারও লিড নেয় এজেকুয়েল ফার্নান্দেজের গোলে। হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে ইরাকের। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে তারা।
প্রথম ম্যাচে সেঁত-এতিয়েঁনে মরক্কোর বিপক্ষে বিতর্কিত হারে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে অনুশীলনের সময় চুরিরও শিকার হয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে আজ রাতে সেসবের কিছুটা হলেও ভুলে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টাইনরা। ইরাককে শেষ আটে ৩-১ গোলে উড়িয়ে অলিম্পিকের শেষ আটের আশাও বাঁচিয়ে রাখল তারা।
জাকজমকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হয়েছে পরশু রাত থেকে। তার দুই দিন আগে শুরু হয় ফুটবলসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা। তবে শুরুটা স্মরণীয় হয়নি আর্জেন্টিনার। মরক্কোর সমর্থকদের বিশৃঙ্খলার কারণে ২-১ গোলের হেরে কঠিন সমীকরণে পড়েছিল মাশ্চেরানোর দল। টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে জয় দরকার ছিল তাদের। সেই কাজটা সহজেই করল আর্জেন্টিনা। দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা এই জয়ে ‘বি’ গ্রুপে উঠে এল শীর্ষেও। আর্জেন্টিনার পয়েন্ট ২ ম্যাচে ৩।
ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেসের পাস থেকে জাল খুঁজে নেন থিয়াগো আলমাদা। এর ৩ মিনিট আগে তাঁর একটি ফ্রি কিক রুখে দিয়েছিলেন ইরাকের গোলরক্ষক। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে আহমেদ হাসানের পাস থেকে ইরাককে সমতায় ফেরান আয়মান হুসাইন। এর মিনিট তিনেক পর আলভারেস হাতছাড়া করেন গোলের সুযোগ।
তবে দ্বিতীয়ার্ধে ইরাককে আর তেমন সুযোগ দেয়নি আর্জেন্টিনা। ৬২ মিনিটে জেনন কেভিনের অ্যাসিস্টে ব্যবধানটা ২-১ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্ডো। এরপর আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরাক। তবে আলভারাসের অ্যাসিস্টে আর্জেন্টিনা আবারও লিড নেয় এজেকুয়েল ফার্নান্দেজের গোলে। হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে ইরাকের। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে তারা।
হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১৫ মিনিট আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। এরপরও জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেআগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে কাগজে কলমে বাংলাদেশই ফেবারিট। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের। এই তালিকার তলানি তথা ১২তম অবস্থানে জিম্বাবুয়ে। তবে মাঠে লড়াই শুরুর আগে বাংলাদেশকে নিয়ে ভয় পেতে চায় না জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাই জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিপ
২ ঘণ্টা আগে