Ajker Patrika

মেয়েকে হত্যার হুমকি পেলেন দি মারিয়া 

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৬: ৫০
মেয়েকে হত্যার হুমকি পেলেন দি মারিয়া 

আন্তর্জাতিক ফুটবল থেকে আনহেল দি মারিয়ার অবসর  নেওয়ার ১৫ দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবল যে এখনো ছাড়েননি। সেই পরিকল্পনা যখনই করতে যাবেন, বাদ সাধল একটি হত্যার হুমকি।  

হত্যার হুমকি দি মারিয়াকে নয়। দেওয়া হয়েছে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের মেয়েকে। চিঠিটি পাঠানো হয়েছে দি মারিয়ার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে। আর্জেন্টিনার টিভি স্টেশন ‘রোজারিও ক্যানাল ৩’ কে তারকা ফরোয়ার্ড বলেছেন, ‘আমার বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি এসেছে। একটি বাক্সে  শূকরের মাথা পাঠানো হয়েছে। সেই পশুর কপালটা ছিল বুলেটবিদ্ধ। সঙ্গে একটি চিরকুটও পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি রোজারিওতে ফিরি, তাহলে পরের মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার।’

দি মারিয়ার জন্মশহর আর্জেন্টিনার রোজারিও। সেই শহরের  ক্লাব রোজারিও সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ।  নিরাপত্তাহীনতার কারণে জন্মশহরে প্রতিযোগিতামূলক ফুটবলে ইতি টানার সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন দি মারিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘রোজারিওতে এভাবে আমি ফিরব না। তারা আমার পরিবারকে লক্ষ্যবস্তু করেছে। সেটা কোনোভাবেই হতে দিতে পারি না।’ 

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা। তখন থেকেই দি মারিয়া বলে আসছেন, শৈশবের ক্লাব রোজারিওতে ফিরতে চান। এ বছরের মার্চেও হত্যার হুমকি পান তিনি। এরপর রোজারিওতে না ফেরার জন্য ভক্ত-সমর্থকদের অনেক সমালোচনা দি মারিয়াকে সহ্য করতে হচ্ছে নিয়মিত।  আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘মাসগুলো খুবই ভয়ংকর ছিল। যারা বুঝতে পারছেন না, তারা কেউ এক সেকেন্ডের জন্য আমার জায়গায় বসিয়ে দেখবেন না। কারণ সামাজিক মাধ্যমে কাউকে ভুল বোঝা খুবই সহজ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত