ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর থেকেই তোপের মুখে পড়েছেন এনজো ফার্নান্দেজ। তাঁর ইনস্টাগ্রাম লাইভ থেকে ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান ভাইরাল হয়। ফ্রান্স-আর্জেন্টিনা ছাপিয়ে এর রেশ ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের ক্লাব চেলসিতেও। আপাতদৃষ্টিতে এখন পরিস্থিতি আগের থেকে ভালো মনে হচ্ছে।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও ক্লাব আমেরিকা। এই ম্যাচের আগে আটলান্টায় পরশু রাতে এসেছেন ফার্নান্দেজ। চেলসিতে সতীর্থদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। আর্জেন্টাইন মিডফিল্ডার ক্ষমা চেয়েছেনও বলে জানিয়েছেন চেলসি কোচ এনজো মারেস্কা। সংবাদ মাধ্যমকে গতকাল মারেস্কা বলেন, ‘এনজো এরই মধ্যে চার-পাঁচবার ক্ষমা চেয়েছে। গতকালের সেশন থেকে বিশেষ করে রাতের পর পরিস্থিতি খুবই স্বাভাবিক। এমন কিছুরই আশা করছিলাম। সেখানে কোনো কুমতলব ছিল না। তারা সবাই ভালো লোক। তবে মাঝেমধ্যে আমাদেরও তো ভুল হয়।’
নিজের দেশকে নিয়ে বর্ণবাদী গান ভাইরাল হওয়ার পর ওয়েসলি ফোফানা তৎক্ষণাৎই চটে যান। চেলসিতে ফার্নান্দেজ-ফোফানা যতই সতীর্থ হোন না কেন, দেশকে অপমান করলে সেটা তো কেউ মেনে নিতে পারেন না। যুক্তরাষ্ট্রে চেলসির সতীর্থদের সঙ্গে যখন ফার্নান্দেজ দেখা করেন, সেখানে ছিলেন ফোফানাও। সতীর্থদের সঙ্গে ফোফানার আলোচনার প্রতিক্রিয়া কেমন, সেটা নিয়ে কথা বলেছেন মারেস্কা, ‘এনজো ও কয়েক জন সতীর্থের মধ্যে সভা হয়েছে। ওয়েসলি সেখানে ছিল। একে অপরের সঙ্গে কথা বলেছে। এটা স্বাভাবিক যে প্রথম প্রতিক্রিয়া কখনোই ভালো হয় না। তারা তো আমার চেয়ে এনজোকে ভালো চেনে। সে যে ভালো ছেলে, সেটা তারা জানে।’
এনজো ফিরে আসায় চেলসির সতীর্থরা যখন হাসিমুখে বরণ করেছেন, সেটা দেখে খুশি ক্লাবটির কোচ মারেস্কা। চেলসি কোচ বলেন, ‘সত্যি বলতে আমাদের সবার খুব ভালো লেগেছে। এনজো ফিরে এসেছে। সবার সঙ্গে কথা বলেছে। আমাদের নিশ্চিত করেছে যে সেখানে কোনো বাজে উদ্দেশ্য ছিল না। ছেলেরা সবাই তাকে মেনে নিয়েছে। গত রাত থেকে দেখলাম সবাই হাসছে।’
বাংলাদেশ সময় ১৫ জুলাই সকালে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা জেতে আর্জেন্টিনা। এমন জয়ের পর উন্মাদনা যে ফার্নান্দেজকে একটু বেশিই পেয়ে বসেছিল। আর্জেন্টাইন মিডফিল্ডারের ইনস্টাগ্রাম আইডি থেকে প্রচারিত গানটা ছিল এমন, ‘তারা ফ্রান্সে খেলে, কিন্তু তারা এসেছে অ্যাঙ্গোলা থেকে। তাদের মা নাইজেরিয়ান, তাদের বাবা ক্যামেরুনের। তবে পাসপোর্ট অনুযায়ী তারা ফরাসি।’ তুমুল সমালোচনার পর দ্রুতই তার ফার্নান্দেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে চেলসি জানিয়েছিল। যদিও কেমন শাস্তি তা জানা যায়নি। চেলসির সতীর্থরা যেহেতু সব ভুলে হাসিমুখে বরণ করে নিয়েছেন, তাতে ফার্নান্দেজের বিরুদ্ধে শাস্তি প্রত্যাহার করতে পারে।
আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর থেকেই তোপের মুখে পড়েছেন এনজো ফার্নান্দেজ। তাঁর ইনস্টাগ্রাম লাইভ থেকে ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান ভাইরাল হয়। ফ্রান্স-আর্জেন্টিনা ছাপিয়ে এর রেশ ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের ক্লাব চেলসিতেও। আপাতদৃষ্টিতে এখন পরিস্থিতি আগের থেকে ভালো মনে হচ্ছে।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও ক্লাব আমেরিকা। এই ম্যাচের আগে আটলান্টায় পরশু রাতে এসেছেন ফার্নান্দেজ। চেলসিতে সতীর্থদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। আর্জেন্টাইন মিডফিল্ডার ক্ষমা চেয়েছেনও বলে জানিয়েছেন চেলসি কোচ এনজো মারেস্কা। সংবাদ মাধ্যমকে গতকাল মারেস্কা বলেন, ‘এনজো এরই মধ্যে চার-পাঁচবার ক্ষমা চেয়েছে। গতকালের সেশন থেকে বিশেষ করে রাতের পর পরিস্থিতি খুবই স্বাভাবিক। এমন কিছুরই আশা করছিলাম। সেখানে কোনো কুমতলব ছিল না। তারা সবাই ভালো লোক। তবে মাঝেমধ্যে আমাদেরও তো ভুল হয়।’
নিজের দেশকে নিয়ে বর্ণবাদী গান ভাইরাল হওয়ার পর ওয়েসলি ফোফানা তৎক্ষণাৎই চটে যান। চেলসিতে ফার্নান্দেজ-ফোফানা যতই সতীর্থ হোন না কেন, দেশকে অপমান করলে সেটা তো কেউ মেনে নিতে পারেন না। যুক্তরাষ্ট্রে চেলসির সতীর্থদের সঙ্গে যখন ফার্নান্দেজ দেখা করেন, সেখানে ছিলেন ফোফানাও। সতীর্থদের সঙ্গে ফোফানার আলোচনার প্রতিক্রিয়া কেমন, সেটা নিয়ে কথা বলেছেন মারেস্কা, ‘এনজো ও কয়েক জন সতীর্থের মধ্যে সভা হয়েছে। ওয়েসলি সেখানে ছিল। একে অপরের সঙ্গে কথা বলেছে। এটা স্বাভাবিক যে প্রথম প্রতিক্রিয়া কখনোই ভালো হয় না। তারা তো আমার চেয়ে এনজোকে ভালো চেনে। সে যে ভালো ছেলে, সেটা তারা জানে।’
এনজো ফিরে আসায় চেলসির সতীর্থরা যখন হাসিমুখে বরণ করেছেন, সেটা দেখে খুশি ক্লাবটির কোচ মারেস্কা। চেলসি কোচ বলেন, ‘সত্যি বলতে আমাদের সবার খুব ভালো লেগেছে। এনজো ফিরে এসেছে। সবার সঙ্গে কথা বলেছে। আমাদের নিশ্চিত করেছে যে সেখানে কোনো বাজে উদ্দেশ্য ছিল না। ছেলেরা সবাই তাকে মেনে নিয়েছে। গত রাত থেকে দেখলাম সবাই হাসছে।’
বাংলাদেশ সময় ১৫ জুলাই সকালে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা জেতে আর্জেন্টিনা। এমন জয়ের পর উন্মাদনা যে ফার্নান্দেজকে একটু বেশিই পেয়ে বসেছিল। আর্জেন্টাইন মিডফিল্ডারের ইনস্টাগ্রাম আইডি থেকে প্রচারিত গানটা ছিল এমন, ‘তারা ফ্রান্সে খেলে, কিন্তু তারা এসেছে অ্যাঙ্গোলা থেকে। তাদের মা নাইজেরিয়ান, তাদের বাবা ক্যামেরুনের। তবে পাসপোর্ট অনুযায়ী তারা ফরাসি।’ তুমুল সমালোচনার পর দ্রুতই তার ফার্নান্দেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে চেলসি জানিয়েছিল। যদিও কেমন শাস্তি তা জানা যায়নি। চেলসির সতীর্থরা যেহেতু সব ভুলে হাসিমুখে বরণ করে নিয়েছেন, তাতে ফার্নান্দেজের বিরুদ্ধে শাস্তি প্রত্যাহার করতে পারে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে