বিশ্ব আদালতে গণহত্যার অভিযোগকে ‘স্থূল ও বিকৃত’ বলে প্রত্যাখ্যান করল ইসরায়েল
জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বা বিশ্ব আদালতে দক্ষিণ আফ্রিকার আনা গাজায় গণহত্যার অভিযোগকে ‘স্থূল ও বিকৃত’ বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আজ শুক্রবার শুনানির দ্বিতীয় দিনে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টা বলেন, গণহত্যা যদি হয়েই থাকে তবে সেটা ইসরায়েলের বিরুদ্ধে সংঘটিত হয়েছে।