অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লোহিতসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানেও থামেনি ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ। বাইডেনের এ কথার পর গতকাল বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সর্বশেষ হামলায় হুতিরা যুক্তরাষ্ট্রের জাহাজ এমভি কেম রেঞ্জারে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পঞ্চম দফা হামলার পর হুতিরা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লোহিত সাগরে হুতিদের ক্ষেপণাস্ত্রের সীমানার বাইরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবস্থান করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।
হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা কাজ করছে কি না—এ প্রশ্নের জবাবে ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘যদি বলেন হুতিদের আক্রমণ থামাতে কাজ করছে কি না, তাহলে বলব, না। তারা কি আক্রমণ অব্যাহত রাখবে? হ্যাঁ।’
মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তত্ত্বাবধানকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে যে, দক্ষিণ লোহিতসাগর লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত হুতিদের দুটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রে বৃহস্পতিবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার্থে হুতিদের ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং পরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা হুতিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমরা প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছি।’
এমভি কেম রেঞ্জারে হুতিদের হামলার চেষ্টার বিষয়টি সেন্টকমও নিশ্চিত করেছে। কর্মকর্তারা বলেছেন যে, মার্শাল দ্বীপে মার্কিন পতাকাবাহী জাহাজটিতে দুটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র অবশ্য এর আগে এক বিবৃতিতে দাবি করেন যে, জাহাজটিতে ‘সরাসরি আঘাত’ করা হয়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্র হুতিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দেওয়ার দিনেও মার্কিন মালিকানাধীন জাহাজে হামলা করেছিল হুতি বিদ্রোহীরা।
এ দিকে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনাকে ‘দারুণ গর্বের’ বলে অভিহিত করেছেন হুতিদের নেতা আব্দুল মালিক-আল হুতি। বৃহস্পতিবার এক ভাষণে তিনি বলেন, ‘আমাদের প্রিয় জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালানো ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জনগণের ওপর সরাসরি আক্রমণ।’
গত নভেম্বরে লোহিতসাগরে পণ্যবাহী জাহাজে হামলা শুরু করে হুতিরা বলে যে, তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জবাব দিচ্ছে। তারপর থেকে তারা পণ্য পরিবহনে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়া বাণিজ্যিক ট্যাংকারগুলোতে কয়েক ডজন হামলা করেছে।
এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গত ১১ জানুয়ারি হুতিদের কয়েক ডজন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। তবে এতেও লোহিতসাগরে প্রাধান্য বিস্তার করতে পারেনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লোহিতসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানেও থামেনি ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ। বাইডেনের এ কথার পর গতকাল বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সর্বশেষ হামলায় হুতিরা যুক্তরাষ্ট্রের জাহাজ এমভি কেম রেঞ্জারে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পঞ্চম দফা হামলার পর হুতিরা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লোহিত সাগরে হুতিদের ক্ষেপণাস্ত্রের সীমানার বাইরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবস্থান করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।
হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা কাজ করছে কি না—এ প্রশ্নের জবাবে ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘যদি বলেন হুতিদের আক্রমণ থামাতে কাজ করছে কি না, তাহলে বলব, না। তারা কি আক্রমণ অব্যাহত রাখবে? হ্যাঁ।’
মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তত্ত্বাবধানকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে যে, দক্ষিণ লোহিতসাগর লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত হুতিদের দুটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রে বৃহস্পতিবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার্থে হুতিদের ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং পরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা হুতিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমরা প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছি।’
এমভি কেম রেঞ্জারে হুতিদের হামলার চেষ্টার বিষয়টি সেন্টকমও নিশ্চিত করেছে। কর্মকর্তারা বলেছেন যে, মার্শাল দ্বীপে মার্কিন পতাকাবাহী জাহাজটিতে দুটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র অবশ্য এর আগে এক বিবৃতিতে দাবি করেন যে, জাহাজটিতে ‘সরাসরি আঘাত’ করা হয়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্র হুতিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দেওয়ার দিনেও মার্কিন মালিকানাধীন জাহাজে হামলা করেছিল হুতি বিদ্রোহীরা।
এ দিকে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনাকে ‘দারুণ গর্বের’ বলে অভিহিত করেছেন হুতিদের নেতা আব্দুল মালিক-আল হুতি। বৃহস্পতিবার এক ভাষণে তিনি বলেন, ‘আমাদের প্রিয় জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালানো ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জনগণের ওপর সরাসরি আক্রমণ।’
গত নভেম্বরে লোহিতসাগরে পণ্যবাহী জাহাজে হামলা শুরু করে হুতিরা বলে যে, তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জবাব দিচ্ছে। তারপর থেকে তারা পণ্য পরিবহনে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়া বাণিজ্যিক ট্যাংকারগুলোতে কয়েক ডজন হামলা করেছে।
এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গত ১১ জানুয়ারি হুতিদের কয়েক ডজন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। তবে এতেও লোহিতসাগরে প্রাধান্য বিস্তার করতে পারেনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
৩৮ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
১০ ঘণ্টা আগে