ভারতের পর এবার আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান। গতকাল রোববার পাকিস্তান নৌবাহিনী বলে, সম্প্রতি এ অঞ্চলের সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নৌবাহিনীর ইউটিউব চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সমুদ্রসীমায় যোগাযোগের ওপর কঠোর নজরদারির জন্য আমরা আরব সাগরে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ পদক্ষেপের উদ্দেশ্য হলো, আমাদের এলাকা দিয়ে পাকিস্তানগামী ও আন্তর্জাতিক পরিবহন জাহাজগুলো রক্ষা করা। এ জন্য যে এলাকা দিয়ে পাকিস্তানগামী ও আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ যাতায়াত করে সেখানে দু-তিনটি জাহাজ সব সময় পাহারায় থাকে।
‘এ ছাড়া আমাদের সামুদ্রিক অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া আন্তর্জাতিক যোগাযোগের লাইনগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য আকাশ থেকে ব্যাপক নজরদারির পদক্ষেপও নেওয়া হচ্ছে।’
পাকিস্তানের যুদ্ধজাহাজ মোতায়েনের এ সিদ্ধান্ত আসে প্রধান দেশ ভারতের আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা আসার পর। গত শুক্রবার (৫ জানুয়ারি) ভারত জানায়, আরব সাগরে লাইবেরিয়ার জাহাজ ছিনতাইয়ের চেষ্টার প্রতিক্রিয়া হিসেবে তারা একটি নৌ মিশন শুরু করেছে।
ভারতীয় নৌবাহিনী জানায়, ২ জানুয়ারি সন্ধ্যায় লাইবেরিয়ার জাহাজটি একটি বার্তা পাঠায়। সে বার্তায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা অস্ত্রধারীর জাহাজে উঠে পড়ার কথা উল্লেখ ছিল।
এর আগে আরব সাগরে ভারতের পশ্চিম উপকূলে একটি বাণিজ্য জাহাজে হামলা করা হয়।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকির পরই ভারত ও পাকিস্তান এ পদক্ষেপ নেয়।
হুতি বিদ্রোহীরা বলছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধের মুখে থাকা ফিলিস্তিনিদের সমর্থন জানানোর জন্য এ হামলা চালানো হবে।
লোহিত সাগর তেল ও জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সমুদ্রপথগুলোর একটি।
ভারতের পর এবার আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান। গতকাল রোববার পাকিস্তান নৌবাহিনী বলে, সম্প্রতি এ অঞ্চলের সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নৌবাহিনীর ইউটিউব চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সমুদ্রসীমায় যোগাযোগের ওপর কঠোর নজরদারির জন্য আমরা আরব সাগরে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ পদক্ষেপের উদ্দেশ্য হলো, আমাদের এলাকা দিয়ে পাকিস্তানগামী ও আন্তর্জাতিক পরিবহন জাহাজগুলো রক্ষা করা। এ জন্য যে এলাকা দিয়ে পাকিস্তানগামী ও আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ যাতায়াত করে সেখানে দু-তিনটি জাহাজ সব সময় পাহারায় থাকে।
‘এ ছাড়া আমাদের সামুদ্রিক অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া আন্তর্জাতিক যোগাযোগের লাইনগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য আকাশ থেকে ব্যাপক নজরদারির পদক্ষেপও নেওয়া হচ্ছে।’
পাকিস্তানের যুদ্ধজাহাজ মোতায়েনের এ সিদ্ধান্ত আসে প্রধান দেশ ভারতের আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা আসার পর। গত শুক্রবার (৫ জানুয়ারি) ভারত জানায়, আরব সাগরে লাইবেরিয়ার জাহাজ ছিনতাইয়ের চেষ্টার প্রতিক্রিয়া হিসেবে তারা একটি নৌ মিশন শুরু করেছে।
ভারতীয় নৌবাহিনী জানায়, ২ জানুয়ারি সন্ধ্যায় লাইবেরিয়ার জাহাজটি একটি বার্তা পাঠায়। সে বার্তায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা অস্ত্রধারীর জাহাজে উঠে পড়ার কথা উল্লেখ ছিল।
এর আগে আরব সাগরে ভারতের পশ্চিম উপকূলে একটি বাণিজ্য জাহাজে হামলা করা হয়।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকির পরই ভারত ও পাকিস্তান এ পদক্ষেপ নেয়।
হুতি বিদ্রোহীরা বলছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধের মুখে থাকা ফিলিস্তিনিদের সমর্থন জানানোর জন্য এ হামলা চালানো হবে।
লোহিত সাগর তেল ও জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সমুদ্রপথগুলোর একটি।
স্লোভেনিয়ায় মেলানিয়া ট্রাম্পের প্রথম ভাস্কর্যটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর, একই স্থানে ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। কিন্তু সেটিও উধাও হয়ে গেছে! এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
২১ মিনিট আগেবিগত কয়েক বছরে জাপানে বিদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। বিশেষ করে ‘ইঞ্জিনিয়ার, মানবিকতা বিষয়ক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সেবা’—এসব বিষয়ে দক্ষতার ভিত্তিতে ভিসার মাধ্যমে বিদেশি শ্রমিক আসছেন। গত এক দশকে এ ধরনের শ্রমিকের সংখ্যা তিন গুণ বেড়ে ৪ লাখের বেশি হয়েছে। জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড-এর এক
১ ঘণ্টা আগেতুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বেশি আশা দেখছেন না যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠক না হলে অগ্রগতি সম্ভব নয়।
৩ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
৫ ঘণ্টা আগে