Ajker Patrika

উত্তর গাজায় হামাস কমান্ড সেক্টর ধ্বংস করার দাবি ইসরায়েলের

উত্তর গাজায় হামাস কমান্ড সেক্টর ধ্বংস করার দাবি ইসরায়েলের

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের হামাসের কমান্ড সেক্টর ধ্বংস করে ফেলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ফিলিস্তিনি বাহিনীগুলো এখন বিক্ষিপ্তভাবে এবং কোনো কমান্ডার ছাড়াই তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

হাগারির উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বরা হয়, উত্তর গাজায় প্রায় ৮ হাজার ফিলিস্তিনি সেনা হত্যা করেছে ইসরায়েল। তবে এ সংখ্যা বিবিসির পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। 

ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন দক্ষিণ ও মধ্য গাজা থেকে হামাস বাহিনীকে নির্মূল করার দিকে মনযোগ দিচ্ছে। 

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত ২২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তাঁরা ১২০টিরও বেশি মৃত্যু রেকর্ড করেছে। 

ইসরায়েলের অভিযানে বিধ্বস্ত হয়ে পড়েছে গাজার অধিকাংশ এলাকা। প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

ইসরায়েলের এ অভিযান শুরু হয় গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলা চালানোর পর থেকে। হামাসের ওই হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৪০ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে এখনো ১২০ জন জিম্মি হামাসের হাতে রয়েছে। বাকিদের মুক্তি দেওয়া হয়েছে। 

গতকাল শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস নির্মূল, জিম্মিদের মুক্তি ও গাজা যেন ইসরায়েলের জন্য আর হুমকি না হয় তা নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে।

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের সবকিছু একপাশে রেখে এগিয়ে যেতে হবে।’

এদিকে গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ডজনখানেক রকেট নিক্ষেপ করেছে লেবানন–ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। বেইরুতে শীর্ষ হামাস নেতাকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। 

সম্প্রতি লেবাননের রাজধানী বেইরুতে ইসরায়েলি হামলায় হামাস নেতা সালেহ আল–আরোরি নিহত হন। 

ইরানের মদদপুষ্ট লেবাননের এ গোষ্ঠী এক বিবৃতিতে বলে, এটি মেরনের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল ঘাঁটিতে ৬২টি রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, এটি লেবানন থেকে ধেয়ে আসা ৪০টি রকেট চিহ্নিত করেছে এবং তারা এর জবাবও দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত