গাজায় যুদ্ধ বন্ধ হলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করবেন- যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিয়েছেন বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন। মার্কিন প্রচেষ্টার প্রকাশ্য বিরোধিতা দুই মিত্র দেশের মধ্যে দূরত্ব বাড়ার প্রমাণ দিচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেছেন, গাজায় হামাসকে নিশ্চিহ্ন করা এবং অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার মাধ্যমে ‘সম্পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত’ আক্রমণ চালিয়ে যাবেন তিনি। আর এতে আরও অনেক মাস সময় লাগতে পারে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নির্বিচার হামলায় গাজায় মৃতের সংখ্যা প্রায় ২৫ হাজারে গিয়ে পৌঁছেছে। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী। এ অবস্থায় গাজায় অবিলম্বে যুদ্ধের ইতি টানার জন্য বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে রয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্র দেশগুলোও গাজায় আক্রমণের লাগাম টানতে এবং যুদ্ধের টেকসই সমাপ্তির জন্য অর্থপূর্ণ আলোচনায় বসতে ইসরায়েলকে চাপ দিচ্ছে। সংকট সমাধানে ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান’ ফর্মুলাকে নতুন করে কার্যকরের আহ্বান জানিয়েছে তারা।
সহিংসতা বন্ধে ক্রমবর্ধমান চাপের মুখে যুদ্ধরত পক্ষগুলো কূটনৈতিক আলোচনায় ফিরে যেতে বাধ্য হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে নেতানিয়াহুর পরিকল্পনা অনেকটাই বিপরীত। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন যে, জর্ডান নদীর পশ্চিমের সম্পূর্ণ ভূমির ওপর ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকতে হবে। অর্থাৎ, ফিলিস্তিনও যাবে তাদের অধিকারে।
নেতানিয়াহু বলেন, ‘এটি একটি প্রয়োজনীয় শর্ত এবং এটি (ফিলিস্তিনের) সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। কী করতে হবে? আমি আমাদের আমেরিকান বন্ধুদের এই সত্যটি বলি এবং আমাদের ওপর এমন বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টারও বিরোধিতা করি, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতিকর।’
ইসরায়েলের সামরিক নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছে হোয়াইট হাউস। সম্পূর্ণ গাজা উপত্যকা জুড়ে হামলার চেয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তু কেন্দ্রিক হামলাকে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে, স্থল অভিযান বন্ধেরও আহ্বান জানিয়েছে। যুদ্ধের শেষ ইসরায়েল ও ফিলিস্তিনের সহাবস্থান নিশ্চিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষেও বলেছে।
তবে যুক্তরাষ্ট্রের এসব পরামর্শ কানে তুলছে না ইসরায়েল। এর আগেও যুক্তরাষ্ট্রের এসব পরামর্শের প্রকাশ্য বিরোধিতা করা হয়েছে। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরের সময়ও যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এরপরও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন এবং সামরিক সহায়তা অব্যাহত রাখা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে।
নেতানিয়াহুর সর্বশেষ বক্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, তার সরকার দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য কাজ করা বন্ধ করবে না। তাছাড়া, গাজাকে পুনর্দখল করা হবে না বলেও জানান তিনি।
গাজায় যুদ্ধ বন্ধ হলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করবেন- যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিয়েছেন বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন। মার্কিন প্রচেষ্টার প্রকাশ্য বিরোধিতা দুই মিত্র দেশের মধ্যে দূরত্ব বাড়ার প্রমাণ দিচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেছেন, গাজায় হামাসকে নিশ্চিহ্ন করা এবং অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার মাধ্যমে ‘সম্পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত’ আক্রমণ চালিয়ে যাবেন তিনি। আর এতে আরও অনেক মাস সময় লাগতে পারে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নির্বিচার হামলায় গাজায় মৃতের সংখ্যা প্রায় ২৫ হাজারে গিয়ে পৌঁছেছে। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী। এ অবস্থায় গাজায় অবিলম্বে যুদ্ধের ইতি টানার জন্য বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে রয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্র দেশগুলোও গাজায় আক্রমণের লাগাম টানতে এবং যুদ্ধের টেকসই সমাপ্তির জন্য অর্থপূর্ণ আলোচনায় বসতে ইসরায়েলকে চাপ দিচ্ছে। সংকট সমাধানে ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান’ ফর্মুলাকে নতুন করে কার্যকরের আহ্বান জানিয়েছে তারা।
সহিংসতা বন্ধে ক্রমবর্ধমান চাপের মুখে যুদ্ধরত পক্ষগুলো কূটনৈতিক আলোচনায় ফিরে যেতে বাধ্য হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে নেতানিয়াহুর পরিকল্পনা অনেকটাই বিপরীত। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন যে, জর্ডান নদীর পশ্চিমের সম্পূর্ণ ভূমির ওপর ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকতে হবে। অর্থাৎ, ফিলিস্তিনও যাবে তাদের অধিকারে।
নেতানিয়াহু বলেন, ‘এটি একটি প্রয়োজনীয় শর্ত এবং এটি (ফিলিস্তিনের) সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। কী করতে হবে? আমি আমাদের আমেরিকান বন্ধুদের এই সত্যটি বলি এবং আমাদের ওপর এমন বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টারও বিরোধিতা করি, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতিকর।’
ইসরায়েলের সামরিক নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছে হোয়াইট হাউস। সম্পূর্ণ গাজা উপত্যকা জুড়ে হামলার চেয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তু কেন্দ্রিক হামলাকে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে, স্থল অভিযান বন্ধেরও আহ্বান জানিয়েছে। যুদ্ধের শেষ ইসরায়েল ও ফিলিস্তিনের সহাবস্থান নিশ্চিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষেও বলেছে।
তবে যুক্তরাষ্ট্রের এসব পরামর্শ কানে তুলছে না ইসরায়েল। এর আগেও যুক্তরাষ্ট্রের এসব পরামর্শের প্রকাশ্য বিরোধিতা করা হয়েছে। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরের সময়ও যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এরপরও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন এবং সামরিক সহায়তা অব্যাহত রাখা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে।
নেতানিয়াহুর সর্বশেষ বক্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, তার সরকার দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য কাজ করা বন্ধ করবে না। তাছাড়া, গাজাকে পুনর্দখল করা হবে না বলেও জানান তিনি।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৭ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে