ব্যাংক লুটে লাপাত্তা সওদাগরের জাহাজ
চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী ছিলেন তিনি। ব্যবসা ছিল আমদানি-রপ্তানির। চট্টগ্রামে এমন ব্যবসায়ীদের ‘সওদাগরই’ বলা হয়। ব্যবসার জন্য একসময় ঋণ নেওয়া শুরু করেন। প্রথম দিকে ফেরত দিতেন। একপর্যায়ে বন্ধ করে দেন। ফাঁদে পড়ে ব্যাংকগুলো। একটি দুটি নয়, অন্তত ৮টি ব্যাংক। এসব ব্যাংক তাঁর কাছে পাবে সাড়ে ছয় শ কোটি ট